ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১ ফেব্রুয়ারি থেকে ৯৩ লাখ ভোটারকে জাতীয় পরিচয়পত্র দেয়া হবে

প্রকাশিত: ০৭:৫৭, ১৯ জানুয়ারি ২০১৮

১ ফেব্রুয়ারি থেকে ৯৩ লাখ ভোটারকে জাতীয় পরিচয়পত্র দেয়া হবে

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে প্রায় ৯৩ লাখ ভোটারদের মধ্যে জাতীয় পরিচয়পত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছে ইসি। আগামী ১ ফেব্রুয়ারি থেকে তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হবে। তবে তাদেরকে প্রাথমিকভাবে লেমিনেটিং করা পরিচয়পত্র দেয়া হবে। পরবর্তীতে স্মার্টকার্ড প্রদান করা হবে। এসব ভোটাররা ২০১২ সালের হালনাগাদ পরবর্তী সময় ভোটার হলেও তাদেরকে এখন পর্যন্ত কোন প্রকার পরিচয়পত্র দেয়া হয়নি। ফলে তাদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। বিষয়টি বিবেচনায় নিয়ে স্বল্প মেয়াদের জাতীয় পরিচয়পত্র দেয়ার এই সিদ্ধান্ত নিয়েছে ইসি। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এক বৈঠকে পরিচয়পত্র না পাওয়া এসব ভোটারদের মধ্যে লেমিনেটিং করা জাতীয় পরিচয়পত্র বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে উল্লেখ করা হয়েছে ২০১২ সালের হালনাগাদের পর নিবন্ধিত ভোটারদের কোন জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয়নি। জনগণের সেবা প্রাপ্তির জন্য জাতীয় পরিচয়পত্র দিনে দিনে অপরিহার্য হয়ে উঠছে। সরকারী-বেসরকারী প্রায় সব প্রতিষ্ঠানে সঠিক ব্যক্তিকে যথাযথভাবে সেবা প্রদানের জন্য জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হয়। এসব ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র অপরিহার্য হয়ে পড়ায় যারা পরিচয়পত্র পাননি তারা চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক যেসব ভোটারদের কোন কার্ড প্রদান কর হয়নি তাদেরকে স্বল্প সময়ের মধ্যে পেপার লেমিনেটিং কার্ড প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠক শেষে বৃহস্পতিবার বিকেলে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দিন আহমদ আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের বলেন, ভোটার হওয়ার পর থেকে যেসব নাগরিক এখন পর্যন্ত কোন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাননি তাদেরকে ১ ফেব্রুয়ারি থেকে লেমিনেটেড এনআইডি দেয়া হবে। দেশের বিভিন্ন অঞ্চলে উৎসবমুখর পরিবেশে জাতীয় পরিচয়পত্র বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইসির ভারপ্রাপ্ত সচিব আরও বলেন, প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটাকে বান্তবায়ন করার লক্ষ্যে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে একটি আন্তর্জাতিক সেমিনার করা হবে। সেমিনারে যেসব সুপারিশ আসবে তার ওপর ভিত্তি করে প্রবাসী ভোটার তালিকা নীতিমালা তৈরি করা হবে। হিজড়া পরিচয়েই ভোটার ॥ এদিকে নারী বা পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গের কেউ চাইলে এখন থেকে হিজড়া পরিচয়েও ভোটার হতে পারবেন। নির্বাচন কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান ইসির ভারপ্রাপ্ত সচিব। তিনি বলেন, এতদিন যে হিজড়া পুরুষদের পোশাক পরে তাকে পুরুষ এবং যে মহিলাদের পোশাক পরে তাকে মহিলা হিসেবে ভোটার করা হয়েছে।
×