ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অপরাধীর ক্ষমা নেই

নারায়ণগঞ্জের ঘটনা দলে কোন প্রভাব ফেলবে না ॥ কাদের

প্রকাশিত: ০৭:২৪, ১৯ জানুয়ারি ২০১৮

নারায়ণগঞ্জের ঘটনা দলে কোন প্রভাব ফেলবে না ॥ কাদের

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৮ জানুয়ারি ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ সরকারের আমলে অপরাধ করে কেউ পার পাবে না। আমাদের দু’জন মন্ত্রী আদালতে হাজিরা দিচ্ছেন। একজন এমপি অভিযুক্ত হয়েছেন। নারায়ণগঞ্জের ঘটনায় দলে কোন প্রভাব ফেলবে না। কারণ, অপরাধ করে কেউ পার পাবে না। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, যারা বিরোধী দলে থাকেন তারা অনেক কথাই বলেন। আদালতের রায় তাদের পক্ষে গেলে বলেন রায় সঠিক হয়েছে, আর বিপক্ষে গেলে বলেন, এতে সরকার হস্তক্ষেপ করেছে। ফেলানী হত্যা ॥ ভারতের সুপ্রীমকোর্টে রিটের শুনানি স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী কিশোরী ফেলানী হত্যার সুবিচারের দাবিতে ভারতের সুপ্রীমকোর্টে দায়ের করা দুটি রিটের শুনানি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। শুনানির পর রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে হলফনামা দাখিলের জন্য ৩ সপ্তাহের সময় দিয়েছে আদালত। বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকন। ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়ায় ভারতের ১৮১ ব্যাটালিয়নের চৌধুরীহাট ক্যাম্পের বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে নির্মমভাবে খুন হয় কিশোরী ফেলানী। নিহত ফেলানীর মরদেহ কাঁটাতারেই ঝুলে থাকে দীর্ঘ ৪ ঘণ্টা। ফেলানীর ঝুলে থাকা লাশের ছবি সে সময় দেশ-বিদেশের গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনে সমালোচনার ঝড় তোলে।
×