ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডিএনসিসি নির্বাচন স্থগিত

সরকারকে নয়, বিএনপিকে অভিযুক্ত করা উচিত ॥ হানিফ

প্রকাশিত: ০৭:২৪, ১৯ জানুয়ারি ২০১৮

সরকারকে নয়, বিএনপিকে অভিযুক্ত করা উচিত ॥ হানিফ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৮ জানুয়ারি ॥ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচন বন্ধের জন্য বিএনপি দায়ী মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, ডিএনসিসি উপনির্বাচনকে কেন্দ্র করে যে দুজন হাইকোর্টে রিট করেছেন, তাদের একজন স্থানীয় বিএনপির নেতা। এর পরও বিএনপি কিভাবে দাবি করে যে, সরকার নির্বাচন স্থগিত করার জন্য রিট করেছে। বিএনপির করা রিটের কারণে যদি নির্বাচন স্থগিত হয়ে যায়, সে জন্য সরকারকে নয়, বিএনপিকে অভিযুক্ত করা উচিত। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় শেষে ‘সরকার নির্বাচন বন্ধ করতে চায়’ মির্জা ফখরুলের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী এবং জনগণের ওপর আস্থাশীল। আশা করছি, দ্রুত এই রিট নিষ্পত্তি হয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য মানুষ যাতে তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে পারে। হানিফ আরও বলেন, নির্বাচন পরিচালনা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। এখানে আওয়ামী লীগ বা অন্য কারোর কিছু করার সুযোগ নেই। সীমানা নির্ধারণসহ কোন সমস্যা থাকলে তা সমাধানের দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের।
×