ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৮ ছিনতাইকারী আটক, বিপুল পরিমাণ পাইরেটেড সিডি উদ্ধার

প্রকাশিত: ০৭:২৩, ১৯ জানুয়ারি ২০১৮

৮ ছিনতাইকারী আটক, বিপুল পরিমাণ পাইরেটেড সিডি উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে ৪০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকৃত টাকার মধ্যে ৬ লাখ টাকাসহ ডিবির হাতে তিন ছিনতাইকারী ও র‌্যাবের অভিযানে ৫ ছিনতাইকারী আটক এবং বিপুল পরিমাণ পাইরেটেড সিডি উদ্ধারের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানান, গত বছরের ৬ ডিসেম্বর দুপুর সাড়ে বারোটার দিকে কোম্পানির কর্মচারীদের বেতনের ৪০ লাখ টাকা উত্তরার ঢাকা ব্যাংকের কবি জসীম উদ্্দীন রোড শাখা থেকে তুলে নিয়ে যাওয়ার সময় মাইক্রোবাসযোগে একদল ছিনতাইকারী ডিবি পরিচয়ে ছিনতাই করে। ডিবির উত্তর বিভাগ গত বুধবার রাতে রাজধানীর বাড্ডা ও যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মোঃ জুয়েল রানা (২৬), মোঃ মাসুদ রানা (৩২) ও মোঃ আন্টু হাওলাদার (৩০) নামে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে। জুয়েল রানার কাছ থেকে ২ লাখ আর মাসুদ রানা ও আন্টুর কাছ থেকে ৪ লাখ মোট ৬ লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাকাগুলো ছিনতাইকৃত টাকার অংশ। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে। সংবাদ সম্মেলনে ডিবির বিভিন্ন বিভাগের ডিসিরা উপস্থিত ছিলেন। এদিকে বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর থেকে সংঘবদ্ধ ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-২-এর একটি দল। গজনবী রোড ও কলেজ গেট থেকে গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হচ্ছে মোঃ রুবেল (১৯), মোঃ রবিন (১৮), মোঃ রাকিব (১৮), মোঃ রনি (১৮) ও মোঃ শ্রাবণ (১৯)। তাদের কাছ থেকে ধারালো অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
×