ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাভার্ডভ্যানের চাপায় দুই জন নিহত

রাজধানীতে বাড়ির কেয়ারটেকারকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৭:২২, ১৯ জানুয়ারি ২০১৮

রাজধানীতে বাড়ির কেয়ারটেকারকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরে একটি বাড়ির কেয়ারটেকারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুরান ঢাকার গেন্ডারিয়া কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এদিকে মতিঝিলের আদমজী কোর্ট ভবনের ছয়তলায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর মিরপুরে ফরিদ (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, তিনি মধ্য মনিপুরের ৬০৪ নম্বর বাড়ির কেয়ারটেকার ছিলেন। এদিকে বৃহস্পতিবার বিকেলে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ফরিদ মধ্য মনিপুরের ওই বাড়িতে কেয়ারটেকার ছিল। ভোরের দিকে ওই বাড়ির সামনের সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওসি জানান, নিহতের শরীরে বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে হত্যা করে তার লাশ এখানে ফেলে গেছে। ওসি জানান, বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি পুলিশকে জানান, রাত সাড়ে ১২টার দিকে ফরিদ সব গেটে তালা দিয়ে তার নির্দিষ্ট স্থানে ঘুমাতে যায়। ধারণা করা হচ্ছে, রাতে যে কোন সময় হত্যাকারীরা তাকে ডেকে নিয়ে হত্যা করে তার লাশ রাস্তায় ফেলে পালিয়ে গেছে। কি কারণে হত্যা করা হয়েছে। তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। অচিরেই হত্যাকারীদের গ্রেফতার করা হবে বলে ওসি নজরুল জানান। সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ॥ পুরান ঢাকার গেন্ডারিয়া প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির একটি কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতেরা হচ্ছেনÑ সালাউদ্দিন সোহেল (২৭) ও রাসেল আকন্দ (২৪)। এ ঘটনায় তাদের বন্ধু হান্নান গুরুতর আহত হয়েছেন। এদিকে বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে সালাউদ্দিন ও রাসেলের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে স্থানীয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান। অগ্নিকা- ॥ রাজধানী মতিঝিলের আদমজী কোর্ট ভবনের ৬ তলায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। মতিঝিল থানার ওসি ওমর ফারুক জানান, আদমজী কোর্ট ভবন ও পাশের রূপালী ইন্স্যুরেন্স ভবনের মাঝখানের নিচে রাখা ময়লা থেকে আগুনের সূত্রপাত হয়।
×