ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দুনিয়া কাঁপানো পাঁচজন

প্রকাশিত: ০৭:০৪, ১৯ জানুয়ারি ২০১৮

দুনিয়া কাঁপানো পাঁচজন

প্রতিবছরই কোন না কোন অভিনব ঘটনা কাঁপন ধরায় বিশ্ববাসীর মনে। ঝড় তোলে চায়ের কাপে, আলোচনার টেবিলে। কোন কোন ঘটনা স্থান পায় গণমাধ্যমের পাতায়। ২০১৭ চলে গেছে। ২০১৮ সালকে বরণ করে নিয়েছে বিশ্ববাসী। নতুন বছরে দাঁড়িয়ে পুরনো বছরে বিখ্যাত হয়ে ওঠা ভিন্নরকম কয়েকজনকে পরিচয় করিয়ে দিল ইংলিশ ট্যাবলয়েড ডেইলি মেইল। ডেইলি মেইলের এ প্রতিবেদনের জন্য ছবি সরবরাহ করেছেন বারকোফট ফটো এজেন্সি। আসুন জেনে নেই, আলোচিত পাঁচজনের কথা ৮ মাসে ওজন ১৭ কেজি ভারতের পাঞ্জাবে জন্ম নেয়া শিশুটির নাম চাহাত কুমার। বয়স আট মাস হলেও ওজন প্রায় সাড়ে ১৭ কেজি। তার খাওয়া-দাওয়ার চাহিদা অনেক। ৮ মাস বয়সেই সে ১০ বছরের শিশুর মতো খায়। নামের সঙ্গে মিল রেখেই যেন (চাহাত মানে চাওয়া) ক্ষুধার কোন শেষ নেই তার। ভবিষ্যতে শিশুটির মারাত্মক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, এমনটাই মনে করছেন চিকিৎসকরা। জন্মের পর বেশ কয়েক মাস পর্যন্ত চাহাত স্বাভাবিকই ছিল। এরপর ধীরে ধীরে তার ওজন বাড়তে থাকে বিপজ্জনক হারে। এখন তার শরীর রীতিমতো স্থুলাকায়। ছবিতে আয় লাখ ডলার নিজের যৌনাবদেনময় ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তিনি। আয়ও নেহাতই কম নয়, এক লাখ ডলার। বলছি আমেরিকান মডেল সারা জাইর্টসের কথা। তার বয়স মাত্র ২৬ হলেও তিনি দেখতে বেশ বুড়ো। জিনগত সমস্যার কারণে তার চামড়া অনেকটাই আলগা, কোচকানো। এত অল্প বয়সেই তাকে দেখতে ৬০ বছরের বুড়ি মনে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর অনুসারী তার। বিভিন্ন সময় মডেলিং করে লাখ ডলার আয় করেছেন সারা। পারফরমেন্স দেখিয়ে নজর কেড়েছেন বহু মানুষের। ভারতের বামন পরিবার জিনগত কারণে ভারতের একটি পরিবারের ১১ সদস্যের মধ্যে ৯ জনই বামন। একটা সময় পরিবারের সদস্য সংখ্যা ছিল ২১ জন। সে সময় ২১ জনের মধ্যে ১৮ জনই ছিল বামন। চিকিৎসকরা বলছে, এ্যাকোন্ড্রাপ্লাসিয়া নামক জিনগত শারীরিক সমস্যা কারণে পুরো পরিবারটির এমন অবস্থা। শরীর ও হাত-পায়ের আকৃতি ক্ষুদ্রাকায় করে ফেলার জন্য খুবই পরিচিত রোগ অ্যাকোন্ড্রাপ্লাসিয়া। ভারতের এই পরিবারটির সদস্যরা বংশানুক্রমে এই অসুখটি বয়ে বেড়াচ্ছেন। সাত বোন এবং চার ভাইয়ের মধ্যে আটজনই এই সমস্যায় আক্রান্ত। এরমধ্যে পরিবারের বড় ভাই পৃথ্বিরাজসহ বেশ কয়েকজন মারাও গেছেন। বর্তমানে ৫২ বছর বয়সী রামরাজ তার ১০ সদস্যের পরিবার নিয়ে ভারতের হায়দরাবাদের ওল্ড সিটিতে বসবাস করছেন। নিজেদের পারিবারিক এই অসুখের কারণে প্রচুর মানুষ কৌতূহলী হয়ে পড়ে এই পরিবারটিকে নিয়ে। ১৮.৯ ইঞ্চির পুরুষাঙ্গ মেক্সিকোর রবার্তো এসকুয়িভাল ক্যাব্রেরা। বয়স এখন ৫৪। যখন তিনি যৌবনে পা দেন তখন থেকেই জানেন তিনি আর দশজন পুরুষের মতো নন মোটেই। কারণ, তার পুরুষাঙ্গের দৈর্ঘ্য ১৮.৯ ইঞ্চি। ধারণা করা হচ্ছে, রবার্তোই বিশ্বের সবচেয়ে বড় লিঙ্গের অধিকারী। তিনি দাঁড়ালে পুরুষাঙ্গ তার হাঁটুর নিচে পর্যন্ত পৌঁছে যায়। তবে সবার যেমন ধারণা রবার্তোর ক্ষেত্রে তেমনটা ঘটেনি কখনই। নারীসঙ্গ বিরল জীবনযাপন করে তিনি প্রমাণ করে দিয়েছেন ‘ঝরুব ফড়বংহ’: সধঃঃবৎ’. জীবনে মাত্র দুইজন নারীর সঙ্গে অন্তরঙ্গ হওয়ার সুযোগ পান রবার্তো। প্রথমজন তাকে দেখেই ভয় পেয়ে যান। পরের জনের সঙ্গে চেষ্টা করেও কিছু হয়নি। এতবড় পুরুষাঙ্গ নিয়ে ঠিকমতো ঘুমাতেও পারেন না রবার্তো। ডাক্তাররা পরামর্শ দিয়েছেন, অস্ত্রোপচার করে লিঙ্গ ছোট করে নিতে। কিন্তু রবার্তো তাতে একদমই রাজি না। এত বড় পুরুষাঙ্গের কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠানোর শখ এই মেক্সিকানের। তাই যত কষ্টই হোক এ ভার তিনি বয়ে যেতে রাজি আছেন। তিন ফুটের মডেল সাড়ে তিন ফুট উচ্চতা নিয়েই মডেলিং দুনিয়া মাতাচ্ছেন ড্রু প্রেস্টা। আমেরিকার নেভাডার রেনো শহরে জন্ম ড্রু প্রেস্টার। তবে কর্মসূত্রে এখন লস এ্যাঞ্জেলসে থাকেন ড্রু। ২১ বছরের ড্রু জন্ম থেকে একোনড্রোপ্লাসিয়ার শিকার। এটি এক ধরনের বামনত্ব রোগ। প্রাপ্তবয়স্ক হলেও ড্রুয়ের উচ্চতা মাত্র ৩ ফুট ৪ ইঞ্চি। পেশার জন্য রেনো ছেড়ে লস এ্যাঞ্জেলসে চলে আসেন ড্রু। সাম্প্রতি একটি সাক্ষাতকারে ড্রু বলেন, মডেল ইন্ডাস্ট্রির উচিত সকলকে খোলামনে গ্রহণ করা। সকলেই যেন তাদের স্বপ্ন পূরণের সুযোগ পায়। গত বছর তাকে নিয়ে আলোড়ন ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রচুর মানুষ তার ছবি এবং ভিডিও শেয়ার করেন। মডেলিং এ ক্যারিয়ার তৈরি করে তিনি প্রমাণ করে দিয়েছেন শারীরিক সীমাবদ্ধতার কাছে হার না মেনে কি করে এগোতে হয়। জহির
×