ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এ্যাডভোকেট চিত্রা রায়;###;সুপ্রীমকোর্ট, বাংলাদেশ

আইনী পরামর্শ

প্রকাশিত: ০৭:০০, ১৯ জানুয়ারি ২০১৮

আইনী পরামর্শ

আমি একজন অকৃতদার হিন্দু, অবিবাহিত। আমার অল্প কিছু সম্পত্তি আছে। আমি আমার সম্পত্তিটুকু আমার ভ্রাতৃষ্পুত্রদের দিয়ে যেতে চাই। কিন্তু কিভাবে? মুসলিম আইনে যেমন হেবা পদ্ধতিতে সম্পত্তি হেবা করে। আমাদের ওই রকম কোন সুযোগ আছে কি না, জানাবেন কি? [পাবনা থেকে। নাম প্রকাশে অনিচ্ছুক] উত্তর : হিন্দু আইন অনুযায়ী আপনি আপনার সম্পত্তিটুকু আপনার ভাইপোদের দান করে দিতে পারেন। আপনি দান করে না গেলেও ওই সম্পত্তি আপনার মৃত্যুর পর সাধারণভাবে আপনার ভাইপোরা উত্তরাধিকারী হবে। তবে আপনি আপনার মনের সন্তুষ্টির জন্য হিন্দু আইন অনুযায়ী সাব-রেজিস্ট্রার অফিসে গিয়ে আপনার সম্পত্তি দলিলের মাধ্যমে দান করতে পারেন। কিন্তু মুসলিম আইন অনুযায়ী যে পদ্ধতিতে হেবা করে, ওই ভাবে একজন হিন্দু হেবা করতে পারে না। হেবা পদ্ধতিটা শুধু মুসলিম আইনে মুসলিমদের জন্য প্রযোজ্য। তাই আপনার সম্পত্তি হেবা নয়, যেহেতু আপনি একজন হিন্দু, তাই দান করতে হবে।
×