ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাইজিরিয়ায় জোড়া আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ১২

প্রকাশিত: ০৬:৪১, ১৯ জানুয়ারি ২০১৮

নাইজিরিয়ায় জোড়া আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ১২

নাইজিরিয়ার মাইদুগুরি শহরে জোড়া আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত ১২ ও ৪৮ জন আহত হয়েছেন। বুধবার বিকেলে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহরটির মুনা গ্যারেজ এলাকার একটি বাজারে হামলাটি চালানো হয় বলে বোর্নো রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন। বিবিসি। দুই আত্মঘাতী বোমারু হামলাটি করে। জঙ্গীগোষ্ঠী বোকো হারাম হামলাটি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বোকো হারামের হামলার কারণে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে আসা লোকজন মুনা গ্যারেজ এলাকার শিবিরগুলোতে আশ্রয় নিয়ে আছে। এলাকাটি বোকো হারামের অন্যতম লক্ষ্যস্থলে পরিণত হয়েছে। গোষ্ঠীটির জঙ্গীরা এখানে প্রায়ই প্রাণঘাতী হামলা চালানো হয়। হামলার পর পোড়া রক্তের গন্ধ ছড়িয়ে পড়েছে এবং বাজারটিতে আগুন জ্বলতে দেখা গেছে। নাইজিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে শরিয়া শাসন কায়েমের লক্ষ্যে ২০০৯ সাল থেকে লড়াই শুরু করে বোকো হারাম। বোর্নো রাজ্যেই তারা সবচেয়ে বেশি তৎপরতা চালিয়েছে। সম্প্রতি নাইজিরিয়ার সামরিক বাহিনী বিদ্রোহীদের দমনে অভিযান শুরু করলেও তাতে বোকো হারামের হামলা বন্ধ করা যায়নি। জঙ্গীরা একই সঙ্গে সামরিক ও বেসামরিক উভয় লক্ষ্যে হামলা অব্যাহত রেখেছে।
×