ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতের পল্লী এলাকার ৩৬ শতাংশ তরুণ-তরুণী জানে না রাজধানীর নাম

প্রকাশিত: ০৬:৪০, ১৯ জানুয়ারি ২০১৮

ভারতের পল্লী এলাকার ৩৬ শতাংশ তরুণ-তরুণী জানে না রাজধানীর নাম

ভারতের পল্লী এলাকার ১৪ থেকে ১৮ বছর বয়সী তরুণ-তরুণীর ১৪ শতাংশই দেশটির মানচিত্র শনাক্ত করতে ব্যর্থ হয়েছে। প্রথম নামে একটি সংস্থার চালানো ২০১৭ সালের এ্যানুয়াল স্ট্যাটাস অব এডুকেশন রিপোর্টে (এএসইআর) একথা বলা হচ্ছে। এর উল্লেখযোগ্য দিকে হচ্ছে, জরিপের ৩৬ শতাংশই জানে না দিল্লী ভারতের রাজধানী। রিপোর্টে দেখানো হয়েছে, ৭৯ শতাংশ তোমরা কোন প্রদেশে বসবাস কর তার উত্তর দিতে পেরেছে এবং ৪২ শতাংশ মানচিত্রে তাদের নিজ প্রদেশ চিহ্নিত করতে পারে। এএসইআর ২০১৭ একটু বড় বয়স গ্রুপের ওপর নজর দেয় যাদের বয়স ১৪ থেকে ১৮। জরিপে মৌলিক বিষয় বাদ দিয়ে এই বয়সী ছেলে-মেয়েদের মর্যাদা, দেশ, সামর্থ্য, রাজনীতি সম্মন্ধে তাদের ভাবনা জানার ওপর জোর দেয়া হয়। এএসইআর পূর্ববর্তী জরিপে পরিচালনার সময় দেশের প্রায় সব পল্লী জেলায় গিয়েছিল এবং তা জেলা, প্রদেশ ও জাতীয় পর্যায়ে গৃহীত হয়। -দ্য হিন্দু
×