ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চীনের প্রতি সুর নরম করলেন ভারতের সেনাপ্রধান

প্রকাশিত: ০৬:৩৯, ১৯ জানুয়ারি ২০১৮

চীনের প্রতি সুর নরম করলেন ভারতের সেনাপ্রধান

কয়েক দিন আগেই চীনকে তোপ দেগেছিলেন সেনাপ্রধান বিপিন রাওয়ত। ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত সম্প্রতি প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (চীন-ভারত সীমান্ত) চীনের গতিবিধি নিয়ে বেশ সরব ছিলেন। পাল্টা জবা এসেছিল বেজিংয়ের কাছ থেকেও। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, ডোকলাম সমস্যার পরে দু’দেশ ফের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। কিন্তু ভারতীয় সেনা প্রধানের এমন মন্তব্যে ফের সমস্যা তৈরি হতে পারে। ডোকলামে চীনা সামরিক ঘাঁটি তৈরি করছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের একাংশ। কিন্তু এ দিন চীন সম্পর্কে সুর অনেকটাই নরম করে ফেললেন রাওয়াত। বুধবার রাষ্ট্রপতি ভবনে রাইসিনা আলোচনা প্রক্রিয়ায় যোগ দিতে যান সেনাপ্রধান। সেখানেই সাংবাদিকদের তিনি বলেন, ‘দু’দেশের সম্পর্ক ডোকলাম সমস্যার আগে যেখানে ছিল সেই জায়গাটিতেই ফিরে এসেছে। -আনন্দবাজার পত্রিকা
×