ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দূতাবাস জেরুজালেমে আনতে কয়েক বছর লাগতে পারে ॥ ট্রাম্প

প্রকাশিত: ০৬:৩৯, ১৯ জানুয়ারি ২০১৮

দূতাবাস জেরুজালেমে আনতে কয়েক বছর লাগতে পারে ॥ ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরাইলে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেয়ার ঘোষণা দিলেও বছরখানেকের মধ্যে তা বাস্তবায়িত হচ্ছে না। ভারত সফররত ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বছরের মধ্যেই মার্কিন দূতাবাস জেরুজালেমে আসছে, সাংবাদিকদের এমন ইঙ্গিত দেয়ার পর ট্রাম্প এই প্রতিক্রিয়া জানিয়েছেন। সিএনএন। জেরুজালেম বিষয়ে কয়েক দশকের মার্কিন নীতি বদলে ট্রাম্প ৬ ডিসেম্বর শহরটিকে রাজধানী হিসেবে ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরুরও নির্দেশ দেন। তার এ ঘোষণা মধ্যপ্রাচ্যের বিবাদপূর্ণ অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা উসকে দেয়। আঞ্চলিক ও পশ্চিমামিত্ররাও যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের সমালোচনা করে। মুসলিম, ইহুদী ও খ্রীস্টানদের কাছে পবিত্র শহর জেরুজালেম নিয়ে ইসরাইল ও ফিলিস্তিনের দ্বন্দ্ব অনেক পুরনো। ১৯৬৭ সালের আরবদের সঙ্গে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে নেয়। ফিলিস্তিনীরা একে তাদের ভবিষ্যত রাষ্ট্রের রাজধানী করতে চায়। অন্যদিকে পুরো জেরুজালেমকেই দাবি করে আসছে ইসরাইল। ইসরাইলের কথা হলো এই নগরীর ওপর তাদের ঐতিহাসিক অধিকার রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় পূর্ব জেরুজালেমের ওপর ইসরাইলের দখলদারিত্বের প্রতি স্বীকৃতি দেয়নি। গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সাংবাদিকদের বলেছিলেন, তেল আবিব থেকে মার্কিন দূতাবাস সরানোর কার্যক্রম ‘বোধ হয় তিন বছরের আগে হবে না, এ সময়সীমাও বেশ উচ্চাভিলাষী হয়ে যায়’। তিনি জানিয়েছিলেন, নতুন দূতাবাসের জন্য জায়গা খোঁজা, তার নিরাপত্তা বিধান করা এবং কূটনীতিকদের বাসস্থান নির্মাণে ন্যূনতম এ সময়সীমা প্রয়োজন।
×