ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ম্যাগনা কার্টা ও পিরামিডের মর্যাদার সাংস্কৃতিক স্বীকৃতি পেল শেক্সপিয়ারের কাগজপত্র

প্রকাশিত: ০৬:৩৯, ১৯ জানুয়ারি ২০১৮

ম্যাগনা কার্টা ও পিরামিডের মর্যাদার সাংস্কৃতিক স্বীকৃতি পেল শেক্সপিয়ারের কাগজপত্র

ইংরেজী সাহিত্যের অমর প্রতিভা নাট্যকার, কবি ও অভিনেতা উইলিয়ামস শেক্সপিয়ারের বিভিন্ন কাগজ-পত্র ও নথির সংগ্রহ আন্তর্জাতিক সাংস্কৃতিক তাৎপর্যের স্বীকৃতি পেয়েছে। তার ধর্মীয় দীক্ষা, অন্ত্যেষ্টিক্রিয়া, পারিবারিক বিষয়-আশয়, সম্পত্তির নথি, আইনী পদক্ষেপ, ব্যবসায়িক চুক্তি ও একটি বিরল স্বাক্ষর এই সংগ্রহের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো আন্তর্জাতিক স্মৃতিভা-ারের তালিকায় এসব নথি ও কাগজপত্র অন্তর্ভুক্ত করেছে।-খবর গার্ডিয়ান অনলাইনের। এতে করে বিশ্ব ঐতিহ্য হিসেবে মিসরের পিরামিডের সমমর্যাদা পেল শেক্সপিয়ার সংগ্রহ। ইউনেস্কোর স্বীকৃতির তালিকায় আরও রয়েছে, গুটেনবার্গ বাইবেল, প্রাচীন ব্রিটিনের সংবিধান হিসেবে পরিচিত ম্যাগনা কার্টা সনদ, হাজার বছর আগের ফরাসী নক্সিকর্ম বেইজা ট্যাপিস্ট্রি, দ্য ব্যাটল অব দ্য সোম ও দ্য উইজার্ড অব ওজ চলচ্চিত্র। ব্রিটেনের জাতীয় আর্কাভের সঙ্গে অংশীদারত্বে শেক্সপিয়ার বার্থপ্লেস ট্রাস্ট, ওরচেস্টারশায়ার আর্কাইভস, আর্কিওলজি সার্ভিস, কলেজ অব আর্মস, ব্রিটিশ লাইব্রেরি ও মেট্রোপলিটন আর্কাইভস, যুক্তরাষ্ট্রের ফোরজার শেক্সপিয়ার লাইব্রেরিতে এসব নথি ও কাগজপত্র রয়েছে। শেক্সপিয়ার বার্থপ্লেস ট্রাস্টের সংগ্রাহক এমি হার্স বলেন, এসব নথি ও কাগজপত্রের সংগ্রহ থেকে আমরা শেক্সপিয়ারের জীবনের নানা বৃত্তান্ত জানতে পারি। তার জীবনের ব্যক্তিগত পরিম-ল নিয়ে আমাদের পরিষ্কার ধারণা অর্জন করা সম্ভব। তার পারিপার্শ্বিক পরিবেশ তার লেখক জীবনে ব্যাপক প্রভাব রেখেছে। এতে করে তার লেখক জীবন সম্পর্কে আমরা আরও বেশি জানতে পারব বলে মনে করি।
×