ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বাধীনতা কাপ ফুটবল

সবার আগে শেষ আটে ফরাশগঞ্জ

প্রকাশিত: ০৬:৩২, ১৯ জানুয়ারি ২০১৮

সবার আগে শেষ আটে ফরাশগঞ্জ

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে যা করতে পারেনি সাইফ স্পোর্টিং, দ্বিতীয় ম্যাচে সেই কাজটিই করে দেখালো ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। ‘লালকুঠি’ খ্যাত ক্লাবটি চলমান স্বাধীনতা কাপ ফুটবলে সবার আগে নাম লেখালো কোয়ার্টার ফাইনালে। তারা ১-১ গোলে ড্র করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের সঙ্গে। ম্যাচের প্রথমার্ধে ফরাশগঞ্জ ১-০ গোলে এগিয়ে ছিল। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে নিজেদের প্রমাণ করলো এই আসরের ২০১১ সালের চ্যাম্পিয়ন ফরাশগঞ্জ। প্রথম ম্যাচে তারা ২-১ গোলে হারিয়েছিল ব্রাদার্স ইউনিয়নকে। ফরাশগঞ্জের মোঃ আলমগীর ২৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। ৪৭ মিনিটে আমিরুল ইসলাম গোল করলে সমতায় ফেরে মুক্তিযোদ্ধা। ড্র সাইফ স্পোর্টিং-আরামবাগ ম্যাচ স্পোর্টস রিপোর্টার ॥ ম্যাচে জিতলেই হতো, একেবারে কেল্লাফতে হয়ে যেত। কিন্তু ড্র করে কোয়ার্টার ফাইনালে যাওয়াটা আপাতত ঝুলে গেল সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেডের। তারপরও যা হয়েছে খুব একটা খারাপও হয়নি একেবারে। বলা হচ্ছে ‘ওয়ালটন স্বাধীনতা কাপ ফুটবলে’র নবম আসরের কথা। ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে ‘ডি’ গ্রুপে সাইফ গোলশূন্য ড্র করে আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে। আগের ম্যাচেও চট্টগ্রাম আবহানীর সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল প্রিমিয়ার লীগের নবাগত দল সাইফ। মজার ব্যাপারÑ সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লীগেও দল দুটি সর্বশেষ মোকাবেলায় ড্র করেছিল একই স্কোরলাইনে। এই ড্র’তে দুই পয়েন্ট নিয়ে আপাতত ‘ডি’ গ্রুপের শীর্ষেই আছে সাইফ। অন্যদিকে ১ পয়েন্ট আরামবাগের। অন্য দল চট্টগ্রাম আবাহনীরও সমান পয়েন্ট। ২ খেলায় ২ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখলো সাইফ। অপরদিকে আরামবাগের এটি ছিল প্রথম খেলা। ১ পয়েন্ট নিয়ে তাদেরও আছে শেষ আটে নাম লেখানোর সুযোগ। চট্টগ্রাম আবাহনীরও পয়েন্ট ১। স্বভাবতই আগামী ২৬ জানুয়ারি চট্টগ্রাম আবাহনী ও আরামবাগের মধ্যকার গ্রুপ ‘ডি’র শেষ খেলার ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে এই গ্রুপ থেকে কোন দুটি দল কোয়ার্টারে খেলার যোগ্যতা অর্জন করবে।
×