ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপ

ইংল্যান্ডের কাছে হার বাংলাদেশ যুবাদের

প্রকাশিত: ০৬:৩২, ১৯ জানুয়ারি ২০১৮

ইংল্যান্ডের কাছে হার বাংলাদেশ যুবাদের

স্পোর্টস রিপোর্টার ॥ টানা দুই ম্যাচে নামিবিয়া ও কানাডাকে উড়িয়ে দিয়ে দারুণ নৈপুণ্য দেখাচ্ছিল বাংলাদেশ অনুর্ধ-১৯ দল। যুব বিশ্বকাপে ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ড অনুর্ধ-১৯ দলের কাছে গিয়ে সেই জয়ের ধারায় ছেদ পড়েছে সাইফ হাসানের দলটির। লিঙ্কনে বৃহস্পতিবার তাদের কাছে ব্যাটিং ব্যর্থতার খেসারত হিসেবে ৭ উইকেটের বিশাল পরাজয়বরণ করে। তবে এরপরও সুপার লীগের কোয়ার্টার ফাইনালে ওঠা প্রায় নিশ্চিতই বলা যায় বাংলাদেশের যুবাদের। কারণ সমান ৪ পয়েন্ট এখন ইংল্যান্ড ও বাংলাদেশের। শেষ গ্রুপ ম্যাচে ২ পয়েন্ট পাওয়া কানাডা যদি ইংলিশদের বিরুদ্ধে জয় তুলেও নেয় সেক্ষেত্রে অনেক বড় ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে টপকে কাপপর্বের শেষ আটে ওঠার জন্য। সেটা প্রায় অসম্ভবই বলা যেতে পারে। কারণ ইংল্যান্ড অনেক বেশি শক্তিধর কানাডার তুলনায়। কিন্তু কাগজে-কলমে অপেক্ষা করতেই হবে। লিঙ্কনে বৃহস্পতিবার টস জিতে আগে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশের যুবারা। কিন্তু ব্যাটিং ব্যর্থতা শুরু থেকেই বিপদ ডেকে আনে সাইফ হাসানের দলটির। মাত্র ২৭ রানেই সাজঘরে ফিরে যান চারজন টপঅর্ডার ব্যাটসম্যান। পঞ্চম উইকেটে দারুণ প্রতিরোধ গড়ে সেই বিপর্যয় কাটিয়ে তোলেন আফিফ হোসেন ধ্রুব ও আমিনুল ইসলাম। এই জুটিতে তারা যোগ করেন ৯৪ রান। কিন্তু ৩২তম ওভারে এ দু’জনকেই সাজঘরে ফেরান অফস্পিনার ইউয়ান উডস। আমিনুল ৬৪ বলে ৩১ রান করে সাজঘরে ফেরেন। দুই বল পরেই উডস শিকার করেন আফিফকে। তার আগ পর্যন্ত আফিফ দারুণ ব্যাটিং করে অর্ধশতক হাঁকান। তিনি ৮৫ বলে ৮ চারে সর্বোচ্চ ৬৩ রান করেন। শেষদিকে হাসান মাহমুদের ৩৫ বলে ২৩ রানে সংগ্রামী ইনিংস আরও বাজে পরিস্থিতি থেকে রক্ষা করে বাংলাদেশ যুবাদের। ৪৯.২ ওভারে ১৭৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ইথান ব্যাম্বার ও উডস ৩টি করে উইকেট নেন। জবাব দিতে নামা ইংলিশ যুবাদের প্রথমেই বড় রকমের ধাক্কা দেয় বাংলাদেশের পেসাররা। দলীয় ৪৯ রানেই ৩ উইকেট তুলে নেয়। কিন্তু শুরুর সেই সাফল্য ধরে রাখতে পারেনি বোলাররা। চতুর্থ উইকেটে হ্যারি ব্রুক ও উডস অবিচ্ছিন্ন থেকে ইংল্যান্ডকে বিজয়ী করেই মাঠ ছাড়েন। ব্রুক সেঞ্চুরি হাঁকান। তিনি ৮৪ বলে ১৩ চার, ৩ ছক্কায় ১০২ রানে অপরাজিত থাকেন। আর উডস ৫৭ বলে ৪ চারে ৪৮ রানের হার না মানা ইনিংস উপহার দেন। এই জুটিতে ওঠে ১১৮ রান। মাত্র ২৯ ওভার ৩ বল ব্যাটিং করে ৩ উইকেটে ১৭৭ রান তুলে সহজ জয় পায় ইংলিশ যুবারা। কানাডা একই দিনে নামিবিয়ার বিরুদ্ধে ৪ উইকেটের জয়ে এখনও রেসে আছে শেষ আটে ওঠার। তাদের পয়েন্ট ২।
×