ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আইসিসি বর্ষসেরা বিরাট কোহলি

প্রকাশিত: ০৬:৩১, ১৯ জানুয়ারি ২০১৮

আইসিসি বর্ষসেরা বিরাট কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ গত দুই বছর ধরে ভারতীয় ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে অপ্রতিরোধ্য হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। আর এর পেছনে মুখ্য ভূমিকা ছিল বিরাট কোহলির। দলকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি দলের অপরিহার্য এ ব্যাটসম্যান স্বীয় নৈপুণ্যেও ছিলেন ভাস্বর। তবে চলতি দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম দুই টেস্টেই ভারতীয় দলের হার দেখেছে ক্রিকেট বিশ্ব। দলের ভরাডুবির মধ্যেও কোহলির ব্যাট থেকে এসেছে একটি সেঞ্চুরি। ২০১৭ সাল জুড়েও রানের ফুলঝুরি ছিল তার ব্যাটে। আর তারই পুরস্কার পেতে যাচ্ছে আধুনিক ক্রিকেটের এই ‘রেকর্ড বয়’। গত বছর সবধরনের ক্রিকেটে বিস্ময়কর ব্যাটিং করার পুরস্কার হিসেবে ক্যারিয়ারে প্রথমবারের মতো জুরিদের ভোটে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘স্যার গারফিল্ড সোবার্স ট্রফি’ জিততে মনোনীত হয়েছেন ভারতীয় অধিনায়ক কোহলি। শুধু এটুকুতেই আটকে নেই তার পুরস্কারের তালিকা। একই সঙ্গে ওয়ানডেতেও বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। তবে টেস্টের বর্ষসেরা হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। বৃহস্পতিবার বর্ষসেরা পারফর্মারদের নাম ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তিন ফরমেটের ক্রিকেটেই- ওয়ানডে, টি২০ ও টেস্টের জন্য সেরা পারফর্মারদের তালিকা প্রকাশ করেছে তারা। এর সঙ্গে তিন ফরমেটের বর্ষসেরা দলও ঘোষণা করেছে। তবে এই একাদশগুলোতে ঠাঁই হয়নি বাংলাদেশের কোন ক্রিকেটারের। যদিও সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম ইএসপিএন ক্রিকইনফো এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) মনোনয়নে বর্ষসেরা টেস্ট দল, টি২০ একাদশে সাকিবকে রেখেছিল। দল নির্বাচনে ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর থেকে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পারফর্মেন্সকে বিবেচনায় এনেছে আইসিসি। নির্বাচিত টেস্ট ও ওয়ানডে উভয় দলেরই অধিনায়ক হিসেবে রাখা হয়েছে কোহলিকে। মূলত ক্রিকেটের তিন ফরমেট মিলিয়েই ‘স্যার গারফিল্ড সোবার্স ট্রফি’ বা ‘ক্রিকেটার অব দ্য ইয়ার’ নির্বাচিত করা হয়। সে হিসেবে ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর থেকে ২০১৭ সালের শেষ পর্যন্ত ভারতীয় অধিনায়ক কোহলি টেস্টে ৭৭.৭০ গড়ে ২ হাজার ২০৩ রান করেছেন। এর মধ্যে ৮টি সেঞ্চুরি রয়েছে। ওয়ানডেতে ৭ সেঞ্চুরিতে ৮২.৬৩ গড়ে রান এক হাজার ৮১৮। টি২০তে ১৫৩ স্ট্রাইক রেটে মোট রান করেছেন ২৯৯। আর অসি অধিনায়ক স্মিথ এই সময়ের মধ্যে ১৬ টেস্টে করেছেন ৭৮.১২ গড়ে ১৮৭৫ রান। এর মধ্যে ছিল ৮ সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আইসিসির অফিসিয়াল পেজে কোহলি এক ভিডিও বার্তায় বলেন, ‘এক সঙ্গে ওয়ানডের সেরা খেলোয়াড় এবং স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জেতার মানে অনেক কিছু। ২০১২ সালে ওডিআইতে সেরা হয়েছিলাম। কিন্তু এই প্রথমবার সোবার্স ট্রফি জিতলাম। এটা আমার জন্য অনেক সম্মানের।’ আগের বছর আরেক ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এই পুরস্কার পেয়েছিলেন। এ ছাড়া পাকিস্তানের হাসান আলী ‘ইমার্জিং ক্রিকেটার অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন। আফগানিস্তানের স্পিনার রশিদ খান পেয়েছেন ‘এ্যাসোসিয়েট ক্রিকেটার অব দ্য ইয়ার’ পুরস্কার। এক নজরে আইসিসি বর্ষসেরা পুরস্কার স্যার গারফিল্ড সোবার্স ট্রফি (বর্ষসেরা ক্রিকেটার) ॥ বিরাট কোহলি (ভারত)। বর্ষসেরা টেস্ট ক্রিকেটার ॥ স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)। বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ॥ বিরাট কোহলি (ভারত)। বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার ॥ হাসান আলী (পাকিস্তান)। বর্ষসেরা টি২০ পারফর্মেন্স ॥ যুবেন্দ্র চাহাল (ভারত)। বর্ষসেরা সহযোগী দেশের ক্রিকেটার ॥ রশিদ খান (আফগানিস্তান)। বর্ষসেরা আম্পায়ার (ডেভিড শেফার্ড ট্রফি) ॥ ম্যারেইস ইরাসমুস। স্পিরিট অব ক্রিকেট ॥ আনিয়া শ্রাবসোলে (ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল)। টেস্ট একাদশ ॥ ডিন এলগার (দক্ষিণ আফ্রিকা), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (অধিনায়ক, ভারত), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), চেতেশ্বর পুজারা (ভারত), বেন স্টোকস (ইংল্যান্ড), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক, দক্ষিণ আফ্রিকা), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) ও জেমস এ্যান্ডারসন (ইংল্যান্ড)। ওয়ানডে একাদশ ॥ ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), রোহিত শর্মা (ভারত), বিরাট কোহলি (অধিনায়ক, ভারত), বাবর আজম (পাকিস্তান), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক, দক্ষিণ আফ্রিকা), বেন স্টোকস (ইংল্যান্ড), ট্রেন্ট বোল্ট, (নিউজিল্যান্ড), হাসান আলী (পাকিস্তান), রশিদ খান (আফগানিস্তান)।
×