ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চার গোল করেও বিতর্কে নেইমার

প্রকাশিত: ০৬:৩১, ১৯ জানুয়ারি ২০১৮

চার গোল করেও বিতর্কে নেইমার

স্পোর্টস রিপোর্টার ॥ একেই বলে কপাল। দল জিতেছে আট গোলে। এর মধ্যে নিজে করেছেন চারটি, করিয়েছেন আরও দু’টি। এরপরও বিতর্ক সঙ্গী হলো ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের। বুধবার রাতে ফরাসী লীগ ওয়ানের ম্যাচে ডিজনের বিরুদ্ধে পিএসজির ৮-০ গোলের বিশাল জয়ের পরও ব্যতিক্রমী এ চিত্র ফুটে উঠেছে। এডিনসন কাভানিকে পেনাল্টি শট নিতে না দেয়ার কারণেই বিশাল অর্জনের পরও সমালোচনার মুখে সাবেক বার্সিলোনা তারকা। এরপরও উরুগুইয়ান তারকা কাভানি এক গোল করে পিএসজির ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা জøাতান ইব্রাহিমোভিচের রেকর্ড স্পর্শ করেছেন। নিজেদের মাঠ প্যারিসের পার্ক দ্য প্রিন্সেসে ১৫ মিনিটের মধ্যে এ্যাঞ্জেল ডি মারিয়ার দুই গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের ক্রসে ২১ মিনিটে কাভানি দলের পক্ষে তৃতীয় গোল করেন। এই গোলের মাধ্যমেই কাভানি ইব্রাহিমোভিচের ক্লাব সর্বোচ্চ ১৫৬তম গোলের রেকর্ড স্পর্শ করেন। ইনজুরি কাটিয়ে দলে ফেরা নেইমার বিরতির আগে দলকে চতুর্থ গোল উপহার দেন। এরপর ৫৭ ও ৭৩ মিনিটে পরপর দুই গোল করে নেইমার হ্যাটট্রিকের পাশাপাশি স্বাগতিকদের বড় জয় নিশ্চিত করেন। ৭৭ মিনিটে কিলিয়ান এমবাপের গোলের পর ৮৩ মিনিটে স্পট কিক থেকে দলের হয়ে আট নম্বর গোলটি করেন নেইমার। পেনাল্টি শটটি কাভানি নিলে নতুন এক রেকর্ডের মালিক হতেন উরুগুইয়ান তারকা। ইব্রাকে ছাড়িয়ে সর্বোচ্চ গোলদাতার মালিক বনে যেতেন। এ কারণেই ম্যাচ শেষে এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ম্যাচে পিএসজির ৭-০ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থাতেই হ্যাটট্রিক হয়ে যায় নেইমারের। ম্যাচের শেষ দিকে পাওয়া স্পটকিক নেইমার নিজে না নিয়ে কাভানিকে নিতে দিলে ইব্রাহিমোভিচকে ছাড়িয়ে যেতে পারতেন। স্পট কিকটি কাভানিকে নিতে দেয়ার জন্য স্টেডিয়ামের দর্শকরা দাবি তুললেও তাতে কান দেননি নেইমার। অথচ স্পট কিকটি কাভানির জন্যই পাওয়া। আক্রমণভাগের এই খেলোয়াড়কে পেনাল্টি বক্সে অহেতুক ফাউল করা হলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। গত সেপ্টেম্বরে লীগ ওয়ানে লিওঁর বিপক্ষে একটি স্পটকিক নেয়াকে কেন্দ্র করে মতভেদে জড়ান নেইমার-কাভানি। পরে এই দুই খেলোয়াড়ের মধ্যে ঝামেলা মেটাতে হস্তক্ষেপ করেন কোচ উনাই এমেরি। জানিয়ে দেন, পালাক্রমে পেনাল্টি নেবেন তারা। গত মৌসুমে সবধরনের প্রতিযোগিতায় ৫০ ম্যাচে ৪৯টি গোল করা কাভানি এবারও আছেন দারুণ ফর্মে। এরই মধ্যে লীগ ওয়ানে ২১ গোল করে ফেলেছেন তিনি। নেইমারের গোল ১৫টি। সাবেক বার্সা তারকা হয়তো দ্রুত এই ব্যবধান কমিয়ে আনতে চাচ্ছেন। ম্যাচ শেষে পিএসজির কোচ উনাই এমেরি বলেন, কাভানি আমাদের মূল স্ট্রাইকার। এই ম্যাচেও সে দারুণ খেলেছে। ব্যক্তিগত এই রেকর্ড স্পর্শে পুরো দলই তাকে সহযোগিতা করেছে। আমি মনে করি নেইমার যে পেনাল্টি শটটি নেয় তাতে দোষের কিছু নেই, সেও ভাল খেলেছে। আমরা সবাই খুশি। তবে পেনাল্টি ছাড়াও কাভানির সামনে গোলের অনেক সুযোগই এসেছিল। স্বদেশী নেইমারের পাশে দাঁড়িয়েছেন পিএসজি অধিনায়ক থিয়াগো সিলভা। তারকা এই ডিফেন্ডারও কোচের সুরে সুর মিলিয়ে বলেন, সমর্থকদের একটা অংশ নেইমারের বিরুদ্ধে ছিল ঠিকই, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো, চূড়ান্ত ফলাফল আর আমাদের জয়। কাভানি তো একসময় রেকর্ডটা করবেই। ও তো সবসময়ই গোল পায়। এই বছরে ওর রেকর্ডটা ভাঙ্গার জন্য যথেষ্ট সময় পড়ে আছে। নেইমারের পেনাল্টি নেয়াটা দোষের কিছু নয়।
×