ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অধিকার নিশ্চিত করতে পারলে নারীর সকল সমস্যার সমাধান হবে ॥ চুমকী

প্রকাশিত: ০৫:৫৯, ১৯ জানুয়ারি ২০১৮

অধিকার নিশ্চিত করতে পারলে নারীর সকল সমস্যার সমাধান হবে ॥ চুমকী

স্টাফ রিপোর্টার ॥ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করা কেবল আইন প্রয়োগকারী সংস্থার কাজই নয়, নারীর সম্পদের অধিকার নিশ্চিত এবং শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে নারীর সকল সমস্যার সমাধান সম্ভব। এ লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী। বৃহস্পতিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) উদ্যোগে এবং সংস্থার বার্ষিক সম্মেলনে ‘নারী নির্যাতন রোধ ও নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণ’ শীর্ষক এক বিশেষ সেশনের সভাপতিত্বকালে তিনি নারী নির্যাতন রুখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সেলিমা আহমেদ, যুক্তরাজ্যের হাইকমিশনার আলিসন ব্লাক, ইউএন উইমেনের শেকো ইসিকাওয়া। এতে প্রবন্ধ উপস্থাপন করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম। প্রতিমন্ত্রী আরও বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে কারণগুলোও সমাধান করতে হবে। নারীকে ক্ষমতায়িত করার পাশাপাশি তার অধিকার নিশ্চিত করলে এর প্রতিরোধ সম্ভব। নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা নির্মূলে এবং চ্যালেঞ্জ মোকাবেলায় নারীকে ক্ষমতায়িত করার লক্ষ্যে একটি সমাধান খুঁজে পেতে হবে। বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সেলিমা আহমেদ বলেন, সমাজের বিভিন্ন খাতে নারীর উন্নয়ন হয়েছে সত্য, কিন্তু পারিবারিক সহিংসতার হার কমেনি। এ ক্ষেত্রে জেন্ডার সমতায় নারীর উন্নয়ন লক্ষণীয় নয়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে নারীকে সমাজের মূল ধারায় আরও সম্পৃক্ত করার লক্ষ্যে নারীর সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। এজন্য প্রয়োজন জেন্ডারবান্ধব সমতা। এ সময় বক্তারা বলেন, নারীকে সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্যপ্রযুক্তিতে ব্যাপক অংশগ্রহণ, শিক্ষার প্রসার, সম্পদের অধিকার নিশ্চিত ও পারিবারিকভাবে সচেতনতা বৃদ্ধি করতে হবে। নারীর ক্ষমতায়নে একক প্রচেষ্টাই নয়, এ ক্ষেত্রে সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি, আইনের বাস্তবায়ন, পুলিশের নজরদারি বাড়ানো ও সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত দুদিনব্যাপী বাংলাদেশ উন্নয়ন ফোরাম ২০১৮ এর সমাপনী দিনে কৃষি, জলবায়ু পরিবর্তন, বৈদেশিক বিনিয়োগ, স্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, উন্নয়ন প্রক্রিয়ায় বেসরকারী খাতের আরও বেশি অংশগ্রহণের সুযোগ তৈরি, নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণ, নাগরিক সেবার মান উন্নয়নের লক্ষ্যে সরকার ও উন্নয়ন সহযোগীরা একত্রে কাজ করতে সম্মত হন।
×