ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে বঙ্গবন্ধু সড়ক ছাড়া অন্য সড়কে হকার বসার অনুমতি

প্রকাশিত: ০৫:৫৮, ১৯ জানুয়ারি ২০১৮

না’গঞ্জে বঙ্গবন্ধু সড়ক ছাড়া অন্য সড়কে হকার বসার অনুমতি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে ফুটপাথে হকার বসনোকে কেন্দ্র করে সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও সিটি মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনার দিন যে সমস্ত বৈধ-অবৈধ অস্ত্র ব্যবহার ও প্রদর্শন হয়েছে তা শনাক্ত করে ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক। মঙ্গলবারের সংঘর্ষের ঘটনার দুদিনে কোন পক্ষই মামলা দেয়নি। অবশ্য বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার তার কার্যালয়ে গণমাধ্যমের কর্মীদের কাছে জানান, সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত মেয়র আইভী বা সাংসদ শামীম ওসমান সমর্থকদের পক্ষ থেকে কোন মামলা হয়নি। সহিংস হামলার ঘটনার দিন পুলিশ পক্ষপাতিত্ব করেছে বলে শামীম ওসমান ও আইভীর পাল্টাপাল্টি অভিযোগ অস্বীকার করে পুলিশ সুপার দাবি করেন, পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। প্রশাসনের বেঁধে দেয়া নিয়ম অমান্য করে নারায়ণগঞ্জ নগরীর প্রধান সড়ক বঙ্গবন্ধু রোডে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার ফুটপাথ আবারও দখল করে হকাররা বেচাকেনা শুরু করে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা থেকে নগরীর বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া সোনালী ব্যাংক মোড় থেকে দুই নং রেলগেট পর্যন্ত দুই পাশেই বিভিন্ন স্থানে দোকান সাজিয়ে শীতের পোশাক ও নানা পণ্যসামগ্রীর পসরা সাজিয়ে বসে। এতে নগরীর প্রধান সড়কে আবারও পথচারীদের চলাচলে বিঘœ সৃষ্টি হয়েছে।
×