ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রেমিককে কোপানো সেই প্রেমিকা কারাগারে

প্রকাশিত: ০৫:৫৮, ১৯ জানুয়ারি ২০১৮

প্রেমিককে কোপানো সেই প্রেমিকা কারাগারে

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে প্রেমিককে কোপানো প্রেমিকা ইডেন কলেজছাত্রী লাভলীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পেছনের গেটের কাছে আলামিন হোসেন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করে এক তরুণী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেখানে থাকা ছাত্র ও সাধারণ মানুষ ওই তরুণীকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। ওই সময় মেয়েটি তাকে ধরার জন্য ধাওয়া করা লোকজনদের ছিনতাইকারী ছিনতাইকারী বলে চিৎকার করে পালানোর চেষ্টা করছিল। শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, ছুরিসহ ওই তরুণীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ওই তরুণী দাবি করেন, দীর্ঘদিন ধরে আলামিন তাকে উত্ত্যক্ত করে আসছিল। আলামিনের বন্ধুরা জানান, আলামিন চকবাজার ইসলামবাগ এলাকায় থাকে। পেশায় প্লাস্টিক ব্যবসায়ী। মিতা নামের এক মেয়ের সঙ্গে আলামিনের প্রেম ছিল। প্রেমের সূত্র ধরেই তাদের মধ্যে মনোমালিন্য। সেই থেকে দ্বন্দ্ব চলছিল। তারই জেরে উদয়ন স্কুলের সামনে মিতা তার ভ্যানিটি ব্যাগ থেকে ছুরি বের করে আলামিনের পিঠে আঘাত করে। লাভলীর বান্ধবীরা জানান, লাভলী ইয়াসমিন মিতা ইডেন কলেজের বাংলা বিভাগের স্নাতকোত্তরের ছাত্রী। তার বাড়ি ঝিনাইদহে। মিতা ভাল মেয়ে। সে মূলত প্রতারিত হয়ে উত্তেজনার বশবর্তী হয়ে এমনটা করেছে। শাহবাগ থানায় এ সংক্রান্ত দায়েরকৃত মামলায় বৃহস্পতিবার মিতাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান মিতাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আগামী ২২ জানুয়ারি জামিনের বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন বিচারক।
×