ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

২৫ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশের আশ্বাস ভিসির

প্রকাশিত: ০৫:৫৬, ১৯ জানুয়ারি ২০১৮

২৫ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশের আশ্বাস ভিসির

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ পরীক্ষার ফল প্রকাশের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় তিন ঘণ্টা অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন। এতে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সপ্তাহের শেষ কার্যদিবসে শিক্ষার্থীদের এমন অবস্থানের কারণে দুর্ভোগে পড়ে হাজারও মানুষ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পাঁচ শতাধিক শিক্ষার্থী নিউমার্কেটের সামনে নীলক্ষেত মোড়ে অবস্থান নেয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান ২৫ ফেব্রুয়ারি ফল প্রকাশের ঘোষণা দিলে বেলা ২টায় তারা অবরোধ তুলে নেন। শিক্ষার্থীরা জানায়, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে যারা দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিয়েছে তাদের ফলাফল প্রকাশ হয়নি ১১ মাসেও। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে পরীক্ষা শেষ হয়েছে তাদের। কিন্তু ফলাফল কবে দেবে কেউ বলতে পারছে না। তাই চলতি বছরের জানুয়ারির মধ্যেই পরীক্ষার ফলাফল প্রকাশ করে মার্চের মধ্যে তৃতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার ব্যবস্থা করার দাবি জানায়। তারা আরও জানান, পরীক্ষার ফল দীর্ঘদিনেও প্রকাশ না হওয়ায় তারা সেশন জটের কবলে পড়েছেন। বারবার কর্তৃপক্ষের গোচরে আনলেও তারা বিষয়টিকে আমলে নিচ্ছে না। সে কারণেই তারা প্রতিবাদ জানাতে সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন। ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী হাফিজা আফরোজ বলেন, ‘দীর্ঘ একবছরেও ফল প্রকাশ না হওয়ায় আমরা সেশন জটে ভুগছি। তাই বাধ্য হয়ে আমরা রাজপথে নেমেছি।’ একই কলেজের শিক্ষার্থী ফাহিমা আক্তার বলেন, ‘আমরা গত বছরের ফেব্রুয়ারিতে পরীক্ষা দিয়েছি। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হই। কিন্তু আজ পর্যন্ত আমাদের ফলাফল প্রকাশ হয়নি। ফলে তৃতীয় বর্ষে ভর্তি হতে পারছি না। কিন্তু আমাদের সঙ্গে যারা অন্য কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তারা তৃতীয় বর্ষ প্রায় শেষ হওয়ার পথে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসে যতক্ষণ তাদের আশ্বাস না দেবেন, ততক্ষণ রাস্তা না ছাড়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখায় নিউমার্কেট-নীলক্ষেত এলাকায় তীব্র যানজট তৈরি হয়। এতে ওই এলাকায় যানচলাচলকারীরা ভোগান্তিতে পড়েন। পরে দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ আখতারুজ্জামান নীলক্ষেত মোড়ে উপস্থিত হন। এ সময় তিনি শিক্ষার্থীদের বলেন, ‘আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশ করা হবে।’ উপাচার্যের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
×