ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

সাতক্ষীরার চার রাজাকারের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ ৫ মার্চ

প্রকাশিত: ০৫:৫৬, ১৯ জানুয়ারি ২০১৮

সাতক্ষীরার চার রাজাকারের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ ৫ মার্চ

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবেিরাধী অপরাধের অভিযোগে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক ম-লসহ চার রাজাকারের বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর আদেশ দেয়া হবে ৫ মার্চ। অভিযোগের ওপর শুনানি শেষে চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার এ আদেশ প্রদান করেছেন। এ সময় প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর হৃষিকেশ সাহা , প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন , প্রসিকিউটর জাহিদ ইমাম ও প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি। অন্যদিকে আসামি পক্ষে ছিলেন এ্যাডভোকেট সাত্তার পালোয়ানসহ অন্যরা। আসামিদের বিরুদ্ধে হত্যা, আটক, শারীরিক নির্যাতন ও ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের ৭টি অভিযোগ রয়েছে। চারজনের মধ্যে আব্দুল খালেক ম-ল গ্রেফতার হয়েছেন। এম আব্দুল্লাহ আল বাকী জামিনে রয়েছেন। খান রোকনুজ্জামান ওরফে রোকনুজ্জামান ও জহিরুল ইসলাম ওরফে জহিরুল পলাতক রয়েছেন।
×