ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের সেমিনার

সিপিডি ও বিএনপির মধ্যে কোন পার্থক্য নেই ॥ তোফায়েল

প্রকাশিত: ০৫:৫৪, ১৯ জানুয়ারি ২০১৮

সিপিডি ও বিএনপির মধ্যে কোন পার্থক্য নেই ॥ তোফায়েল

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন হাইকোর্ট স্থগিত করা নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের কঠোর সমালোচনা করে বলেছেন, আসলে বিএনপির বিচার ব্যবস্থার প্রতি কোন শ্রদ্ধা ভক্তি নেই। রায় দিল হাইকোর্ট আর সুযোগ নিলাম আমরা- এটা কোন কথা হলো। এ কথার কোন জবাব নেই। বিএনপির মনে রাখতে হবে, দেশের মানুষ বেশি বলা পছন্দ করে না। আপনাদের চেহারা দেশবাসী ভাল করেই চেনেন ও জানেন। বিএনপি কিছু ব্যক্তি যেসব বক্তব্য দেয় তার উত্তর দেয়াটা কোন ভদ্রলোকের উচিত হবে না। সিপিডির সমালোচনা করে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, সিপিডি ও বিএনপির মধ্যে কোন পার্থক্য নেই। সিপিডির বক্তব্য আর বিএনপির বক্তব্য কোন পার্থক্য নেই। জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়া দেয়ার কথা বিএনপির অথচ সেই প্রতিক্রিয়া দিল সিপিডি। তার মানে বিএনপি আর সিপিডি তো একই। যে নেগেটিভ কথাগুলো বিএনপি আমাদের বিরুদ্ধে বলে, সেগুলোই বলল সিপিডি। আর বেছে বেছে সিপিডি ১৩ জানুয়ারি বেছে নিল যাতে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধে কিছু বলা যায়। সিপিবি যা বলেছে সবই নেগেটিভ, তাদের কথা শুনলে মনে হবে দেশের কোন অর্জন নেই। বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির উদ্যোগে ‘দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও সমৃদ্ধির ৯ বছর’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত, অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম, উপ-কমিটির সদস্য সচিব ড. হাছান মাহমুদ, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস প্রমূখ। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ড. শামসুল আলম, সেমিনার পরিচালনা করেন আয়োজক কমিটির সদস্য এবং দলের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। ডিএনসিসি নির্বাচন স্থগিত নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে তোফায়েল আহমেদ আরও বলেন, বিএনপি অফিসে একজন থাকেন (রিজভী আহমদ), যে কোন বিষয়ে তিনি নানা কথা বলেই যান। এসব বক্তব্যের জবাব দেয়াটা কোন ভদ্রলোকের উচিত হবে না। এরা বোঝে না যেকোন বিষয়ে বেশি বলা মানুষের কাছে ভাল লাগে না। কথা কম বলা উচিত। বিশ্বব্যাপী অটিজম নিয়ে কাজ করা প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের প্রশংসা করে বাণিজ্যমন্ত্রী বলেন, পুতুল বিশ্বের কাছে সুনাম অর্জন করেছেন। এগুলো মানুষের চোখে পড়ে না। কি ধরনের কষ্ট করে লেখাপড়া করে দুস্থ শিশুদের পাশে তিনি দাঁড়িয়েছেন। তিনি বলেন, সরকারের নয় বছরে আমরা বাংলাদেশকে একটা মর্যাদার জায়গায় নিয়েছি। ২০২১ সালে বাংলাদেশ হবে ডিজিটাল মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে হবে উন্নত দেশ। সরকারের বিভিন্ন সময়ে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের প্রতিক্রিয়ার জবাবে তোফায়েল আহমেদ বলেন, রংপুরে বিএনপি তৃতীয় হয়েছে তারপরও বলে কারচুপি হয়েছে। কুমিল্লায় নির্বাচনের ফলাফলের আগে বলল তাদের নাকি জোর করে হারানো হচ্ছে! জেতার পর বলছে ঠিক মতো হলে বিপুল ভোটে জিততেন! গাজীপুরে সারাদিন মওদুদ আহমেদ বলেই যাচ্ছিলেন যে, নির্বাচনে কারচুপি হচ্ছে, ভোট ছিনিয়ে নেয়া হচ্ছে। জেতার পর বললেন, ঠিকভাবে নির্বাচন হলে দুই লাখের বেশি ব্যবধানে নাকি জিততেন। এখন ঢাকা উত্তরের নির্বাচনটা স্থগিত করেছে হাইকোর্ট। একটি রিটের পরিপেক্ষিতে। সেটাও নাকি সরকারের রাজনীতি! তার মানে হাইকোর্টের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি তাদের কোন শ্রদ্ধা ভক্তি নাই। ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণ নিয়ে প্রধানমন্ত্রী এস কে সিনহা এবং সরকারের মুখোমুখি অবস্থানের সময় বিএনপির রাজনৈতিক পক্ষাবলম্বনের কথা তুলে ধরে তোফায়েল আহমেদ বলেন, ‘প্রধান বিচারপতি এস কে সিনহা বিএনপির পক্ষ নিয়েছিলেন। তখন বিএনপি মনে করেছিল কিছু একটা হয়ে যাবে। কিন্তু বিএনপির মনে রাখা উচিত সত্য মিথ্যার যুদ্ধে মিথ্যার সাময়িক জয় হয়। শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। এই কথাটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। প্রশ্নপত্র ফাঁস সরকারকে যন্ত্রণা দেয়- এইচ টি ইমাম ॥ সেমিনারে প্রশ্নোত্তর পর্বে ‘প্রশ্ন ফাঁস নিয়ে সরকারের অবস্থান কি’ এমন প্রশ্নের জবাবে সভাপতি এইচ টি ইমাম বলেন, প্রশ্ন ফাঁস বর্তমানে একটা বড় রকমের সমস্যা। কোন দেশ এগিয়ে যাওয়ার সময় এ ধরনের ঘটনা কাম্য নয়। এটা সরকারকে যন্ত্রণা দিয়ে থাকে। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের জন্য কোচিং সেন্টার একটা সমস্যা। সিপিডির সমালোচনা করে তিনি বলেন, সংস্থাটি একটি রাজনৈতিক দলের তাবেদারি নিয়ে ব্যস্ত। আসলে যারে দেখতে নারি তার চলন বাঁকা। এদের মূল্য দিলে চলবে না, আমাদের নিজেদের মতো করে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট গত নির্বাচনের আগে ও পরে নৈরাজ্য করে বাংলাদেশে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিল আগামী নির্বাচনের আগে-পরে এবার তা করতে দেয়া হবে না।
×