ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইভটিজিং ও ছাত্র নির্যাতনের দায়ে তিন বুয়েট শিক্ষককে হাইকোর্টে তলব

প্রকাশিত: ০৫:৪৯, ১৯ জানুয়ারি ২০১৮

ইভটিজিং ও ছাত্র নির্যাতনের দায়ে তিন বুয়েট শিক্ষককে হাইকোর্টে তলব

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তিন ছাত্রীকে ইভটিজিং এবং এক ছাত্রকে শারীরিক নির্যাতন করার ঘটনায় তিন শিক্ষককে তলব করেছেন হাইকোর্ট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পর এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) নতুন সংযোজিত ১৮টি ওয়ার্ডের নির্বাচনের তফসিলও স্থগিত করেছেন হাইকোর্ট। ঝিনাইদহের মহেশপুরে সাত বছরের শিশু আলপনা খাতুনকে পাট ক্ষেতে নিয়ে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে নিম্ন আদালতের দেয়া মৃত্যুদ- বহাল রেখেছে আদালত। অন্যদিকে রাজধানীর অফিসার্স ক্লাবের নির্বাচন স্থগিত চেয়ে দায়ের করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। ফলে আজকের নির্বাচন হতে আর কোন বাধা নেই। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তিন ছাত্রীকে ইভটিজিং এবং এক ছাত্রকে শারীরিক নির্যাতন করার ঘটনায় তিন শিক্ষককে তলব করেছেন হাইকোর্ট। বুয়েটের তিন শিক্ষক হলেন- ড. রৌশন মমতাজ, মোঃ মকসুদ হেলালী, মোঃ কামরুল আহসান। এই তিন শিক্ষককে ২৪ জানুয়ারি আদালতে হাজির হয়ে ওই ঘটনায় তৈরি করা প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আদালত। বৃহস্পতিবার এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি গবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি একেএম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দিয়েছেন। রিটকারীর আইনজীবী ব্যারিস্টার এবিএম আলতাব হোসেন বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, আতিকা রহমান বনিসহ তিন ছাত্রী এই রিটটি দায়ের করেছেন।
×