ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ওআইসিকে পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখুন

প্রকাশিত: ০৫:৪৭, ১৯ জানুয়ারি ২০১৮

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখুন

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার জন্য ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসিভুক্ত) দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বুধবার রাতে দিল্লীতে আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রী এই আহ্বান জানান। বৃহস্পতিবার ভারতের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাইসিনা সংলাপে অংশ নিতে ভারতের রাজধানী দিল্লী গিয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বুধবার ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ওআইসিভুক্ত দেশগুলোর নতুন দিল্লীভিত্তিক রাষ্ট্রদূতদের সম্মানে হাইকমিশনে নৈশভোজের আয়োজন করেন। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলী রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠাতে ওআইসিভুক্ত দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের পাশে ওআইসিভুক্ত রাষ্ট্রগুলো দাঁড়িয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ দিয়ে তারা সহযোগিতা করেছে। এ সহযোগিতার জন্য ওআইসিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। চলতি বছরের মে মাসে ওআইসি কাউন্সিলের পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হবে। সেখানে ওআইসি প্রতিনিধিদের উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য পররাষ্ট্রমন্ত্রী অধীর অপেক্ষা করছেন বলে জানান। অনুষ্ঠানে ওআইসির সহকারী মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থী কামরুল আহসান তার পক্ষে সমর্থন চান। এসময় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীও বক্তব্য দেন। সূত্র জানায়, ওআইসির সহকারী মহাসচিব পদে প্রার্থিতা ঘোষণা করেছে বাংলাদেশ। আগামী মে মাসে ঢাকায় অনুষ্ঠেয় ওআইসি পররাষ্ট্র মন্ত্রীদের ৪৫তম সম্মেলনকে সামনে রেখে এই প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। ওআইসির ৫টি সহকারী মহাসচিব পদ রয়েছে। মহাসচিবের পর দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তার অন্যতম ওই পদে এবারে বাংলাদেশের প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কামরুল আহসান। এ পদে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী কাজাখস্তান। ওআইসিতে প্রতিটি মহাদেশ থেকে একজন করে সহকারী মহাসচিব থাকে। এ বছর এশিয়া থেকে কাজাখস্তান ও বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। ৫৭ মুসলিম রাষ্ট্রের জোট ওআইসির অনেক সদস্যের সমর্থন পাওয়ার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পেয়েছে বাংলাদেশ। বুধবার দিল্লীতে ওআইসি দেশগুলোর মিশন প্রধানদের নিকট বাংলাদেশের প্রার্থীর জন্য জোরালো সমর্থন প্রত্যশা করা হয়েছে। উল্লেখ্য, এবারে ওআইসির যে পদে বাংলাদেশ লড়ছে সেটির অবস্থান সংস্থাটির অর্গানোগ্রাম অনুযায়ী দ্বিতীয় সারিতে হলেও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৮৩ সালের পর এবারই প্রথম বাংলাদেশ ওআইসি পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলন আয়োজনের দায়িত্ব পেয়েছে। সেই বিবেচনায় এবারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন বা সিএফএম আয়োজনের হোস্ট কান্ট্রি হিসাবেও সহকারী মহাসচিব পদে নির্বাচনে বাংলাদেশ বাড়তি সুবিধা পেতে পারে বলে আশা ঢাকার।
×