ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৫:৪৬, ১৯ জানুয়ারি ২০১৮

ঝলক

থানায় জমা গরু ভারতে গরু পালন নিয়ে সমস্যা হচ্ছে। বিপদ থেকে বাঁচতে পুলিশের সাহায্য চেয়েছেন দেশটির বহুজন সমাজ পার্টির এক মুসলিম নেতা। তিনি তার গৃহপালিত গরু নিয়ে মীরটের নৌচন্ডী থানায় হাজির হন। আব্দুল গফ্ফর নামের ওই নেতার বক্তব্য, ‘যেভাবে গরু পালন মুসলমানদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে, তাই আমি গৃহপালিত এই জীবটিকে নিজের কাছে রাখতে অপারগ। সেজন্য থানায় জমা দিয়ে গেলাম।’ গফ্ফর বলেন, কয়েকদিন আগে কয়েকজন মুসলমান একজন হিন্দু পণ্ডিতের কাছ থেকে দুটো গরু কিনে ফিরছিলেন। রাস্তায় নিজেদের গোরক্ষক দলের সদস্য বলে পরিচয় দিয়ে কয়েকজন ওই মুসলমানদের পেটায়। তারপর থানায় সোপর্দ করে। অবশ্য পরে তারা থানা থেকে ছাড়া পান। তাই এখন গরু পালন করা নিয়ে সমস্যায় আছেন তিনি। দু’বছর আগে নিজের বোনের কাছ থেকে ওই গরুটি উপহার পান আব্দুল গফ্ফর। খাঁটি দুধ ও ঘি পাওয়ার জন্য গরুটি পালন করে আসছিলেন তিনি। আব্দুল গফ্ফর আরও বলেন, গরুটিকে আমি থানায় জমা করে এসেছি। এবার সেটা কোন হিন্দু সংগঠন পালন করুক বা গোশালায় দিয়ে দেয়া হোক। বদলে আমাকে একটা সার্টিফিকেট দিলেই হবে। যাতে মাঝে মাঝে আমি ওকে দেখতে যেতে পারি।-বিবিসি অবলম্বনে। চোখের পাতায় বরফ এ বছর রাশিয়ায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ভেঙ্গেছে। দেশটির ইয়াকুতিয়া অঞ্চলের তাপমাত্রা মাইনাস ৮৮ ডিগ্রীতে নেমেছে। ফলে ওই এলাকার বেশিরভাগ মানুষের চোখের পাতায় বরফ জমেছে। গত মঙ্গলবার হিরার খনি সমৃদ্ধ রাশিয়ার এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৮৮ ডিগ্রীতে নামে। এত কম তাপমাত্রায় ওই এলাকার ১০ লাখ মানুষ বাস করছে। মাইনাস ৪০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায়ও ওই এলাকার ছেলেমেয়েরা স্কুলে গেছে। কিন্তু মঙ্গলবার থেকে দেশটির পুলিশের নির্দেশে বাড়ির ভিতরেই অবস্থান করছে তারা। অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে ছেলেমেয়েদের বাড়ির মধ্যেই রাখার নির্দেশ দেয়া হয়েছে। ইয়াকুতিয়াতে তাপমাত্রা কমে যাওয়ার ফলে জেনারেটর ব্যবহার করে ঘরের মধ্যে তাপমাত্রা বাড়ানো হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, বাইরে বের হওয়া কয়েকজন নারীর চোখের পাতায়ও বরফ জমে গেছে। চলতি সপ্তাহে সড়কে চলার সময় বরফে জমে দুই পথচারী মৃত্যুবরণ করেন। পাশের খামারবাড়ি থেকে হেঁটে নিজ ঘরে ফিরছিলেন এই দুই পথচারী। স্থানীয় আবহাওয়া দফতর খুব শীঘ্রই ওই অঞ্চলের তাপমাত্রা বাড়ার কোন লক্ষণ দেখছে না।-ইউএসএটুডে অবলম্বনে।
×