ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিষেধাজ্ঞার প্রভাব চীন-উত্তর কোরিয়ার বাণিজ্যে

প্রকাশিত: ০৪:২৩, ১৯ জানুয়ারি ২০১৮

নিষেধাজ্ঞার প্রভাব চীন-উত্তর কোরিয়ার বাণিজ্যে

অর্থনৈতিক রিপোর্টার ॥ জাতিসংঘের বাণিজ্য নিষেধাজ্ঞার প্রভাব দারুণভাবে পড়েছে চীন-উত্তর কোরিয়া বাণিজ্যে। গত বছর দুই দফায় উত্তর কোরিয়ার ওপর আরোপিত এই নিষেধাজ্ঞার ফলে চীনের সঙ্গে দেশটির বাণিজ্য অর্ধেকে নেমে এসেছে। চীনের শুল্ক এজেন্সির বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বর মাসে উত্তর কোরিয়ার সঙ্গে তাদের বাণিজ্য কমেছে ৫০ শতাংশের বেশি। শুল্ক এজেন্সি বলেছে, উত্তর কোরিয়া থেকে আমদানি কমেছে গেছে ৮১ শতাংশের বেশি। নিষেধাজ্ঞার পরে দেশটি থেকে চীন মাত্র ৫ কোটি ৪০ লাখ ডলারের পণ্য আমদানি করেছে। আর এই সময়ে দেশটিতে রফতানি করেছে চুক্তির মাত্র ২৩ দশমিক ৪ শতাংশ পণ্য। উল্লেখ্য, উত্তর কোরিয়ার সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরেই দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ।
×