ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইলেকট্রনিক গাড়ি তৈরিতে ১১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ফোর্ড

প্রকাশিত: ০৪:২৩, ১৯ জানুয়ারি ২০১৮

ইলেকট্রনিক গাড়ি তৈরিতে ১১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ফোর্ড

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইলেক্ট্রিক গাড়ি তৈরিতে ১১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মার্কিন প্রতিষ্ঠান ফোর্ড। আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে এ বিনিয়োগ করা হবে। ফলে যানবাহন তৈরিতে নতুন ধারার সৃষ্টি হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফোর্ড আগেও ইলেক্ট্রিক যানবাহন তৈরিতে বিনিয়োগের ঘোষণা দিয়েছিল। কিন্তু আগেরবার যে পরিমাণ অর্থ ব্যয়ের কথা বলা হয়েছিল, তা এবার ঘোষিত বিনিয়োগের চেয়ে অর্ধেক কম। এ কারণে বিষয়টি আরও বেশি আলোচনায় এসেছে। বিশ্বের বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ইলেক্ট্রিক গাড়ির দিকে ঝুঁকছে। জেনারেল মোটরস, টয়োটা ও ভক্সওয়াগন ইতোমধ্যে ইলেক্ট্রিক কার সম্পর্কে তাদের ভবিষ্যত পরিকল্পনার কথা জানিয়েছে। অবশেষে এ তালিকায় যোগ দিল ফোর্ড। মূলত কার্বন নিঃসরণ কমানোর জন্য বিশ্বের বিভিন্ন দেশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করায় ইলেক্ট্রিক গাড়ির দিকে ঝুঁকছে তারা। এতে একদিকে যেমন পরিবেশ বিপর্যয় রোধ হবে তেমনি মানুষ পাবে আরও উন্নত সুবিধা। ইলেক্ট্রিক কার তৈরির বিষয়ে মার্কিন প্রতিষ্ঠান ফোর্ডের চেয়ারম্যান বিল ফোর্ড জানান, ২০২২ সালের মধ্যে ফোর্ডের সম্পূর্ণ ইলেক্ট্রিক ও হাইব্রিড মানের ৪০টি যানবাহন থাকবে। নতুন মডেল আনার পরিবর্তে বর্তমানে যেসব মডেল রয়েছে সেগুলোকেই ইলেক্ট্রিক যানে রূপ দেয়া হবে। এ সম্পর্কে ফোর্ড বলেন, আমরা সবাই এটা নিয়ে কাজ করছি। মূল গাড়িগুলোকে ইলেক্ট্রিক গাড়িতে রূপান্তর করব আমরা। যদি ইলেক্ট্রিক যানবাহনে জনপ্রিয়তা লাভ করতে চাই তাহলে বর্তমান জনপ্রিয় গাড়িগুলোকেই ইলেক্ট্রিক গাড়িতে রূপান্তর করতে হবে।
×