ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাইট শেয়ারের অর্থ কাজে লাগিয়েছে বিডি থাই

প্রকাশিত: ০৪:১৪, ১৯ জানুয়ারি ২০১৮

রাইট শেয়ারের অর্থ কাজে লাগিয়েছে বিডি থাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই এ্যালুমিনিয়াম রাইট শেয়ারের মাধ্যমে উত্তোলিত টাকা কাজে লাগিয়েছে। ইতোমধ্যে কোম্পানিটি চতুর্থ এক্সট্রেশন স্থাপন, এ্যান্ডোলাইজেশন প্লান্ট-২, সাবস্টেশন ও অন্যান্য উন্নয়নমূলক কাজ সফলভাবে সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি বেশিরভাগ আধুনিক টেকসই গুঁড়া প্রলিপ্ত এবং কাঠের টেক্সচার্ড এ্যালুমিনিয়াম প্রডাইলেস বাজারে বিক্রির জন্য গুঁড়া আবরণ প্রকল্পের অবকাঠামো নির্মাণ করছে। -অর্থনৈতিক রিপোর্টার এ ক্যাটাগরিতে বিবিএস কেবল পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস কেবল লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র মতে, কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উঠে এসেছে। বৃহস্পতিবার ‘এ’ ক্যাটাগরির আধীনে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে। এদিকে ক্যাটাগরির পরিবর্তন হওয়ার কারণে কোম্পানিটির শেয়ার কিনতে বিনিয়োগকারীরা ৩০ দিন মার্জিন ঋণ সুবিধা পাবেন না। -অর্থনৈতিক রিপোর্টার
×