ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক বেড়েছে

প্রকাশিত: ০৪:১৩, ১৯ জানুয়ারি ২০১৮

পুঁজিবাজারে সূচক বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৫৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৩২ কোটি ৫৯ লাখ টাকা কম। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৯১ কোটি ৫৩ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১৩৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১২২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৪০৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৪১ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : স্কয়ার ফার্মা, ড্রাগন সোয়েটার, ইফাদ অটো, গ্রামীণফোন, বিডি থাই, সিটি ব্যাংক, গোল্ডেন হার্ভেস্ট, আইপিডিসি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও শাহজালাল ইসলামী ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : রেনউইক যজ্ঞেশ্বর, ইস্টার্ন লুব্রিক্যান্ট, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল টি, লিব্রা ইনফিউশন, শাহজালাল ইসলামী ব্যাংক, মুন্নু স্টাফলার, পিএফআই মিউচুয়াল ফান্ড১, রিলায়েন্স ওয়ান ও সেন্ট্রাল ইন্স্যুরেন্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : সাউথ ইস্ট মিউচুয়াল ফান্ড১, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, নাহি এ্যালুমিনিয়াম, বিডি অটোকার, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, সায়হাম টেক্সটাইল, ডেল্টা লাইফ, বিডি থাই, এমারেল্ড ওয়েল এবং ইউনাইটেড ফাইনান্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৪ কোটি ২২ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৮৮২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ব্যাংক এশিয়া, স্কয়ার ফার্মা, সাইফ পাওয়ারটেক, নাহি এ্যালুমিনিয়াম, লাফার্জ সুরমা সিমেন্ট, ন্যাশনাল ব্যাংক, ড্রাগন সোয়েটার, বেক্সিমকো, গ্রামীণফোন ও প্রিমিয়ার লিজিং।
×