ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় শিক্ষক হত্যার দায়ে এক জনের ফাঁসি

প্রকাশিত: ০৪:০২, ১৯ জানুয়ারি ২০১৮

নেত্রকোনায় শিক্ষক হত্যার দায়ে এক জনের ফাঁসি

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৮ জানুয়ারি ॥ জেলার বারহাট্টা উপজেলার মনাষ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন বিশ্বাসকে হত্যার দায়ে কালাচান নামক এক আসামিকে মৃত্যুদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। কালাচানের বাড়ি বারহাট্টা উপজেলার ছয়গাঁও গ্রামে। নেত্রকোনার জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন। রায়ের বিবরণে প্রকাশ, মনাষ সরকারী বিদ্যালয়ের নামে সরকারীভাবে বরাদ্দকৃত ৩০ হাজার টাকা ভাগ-বাটোয়ারা করে নেয়ার জন্য প্রধান শিক্ষক অর্জুন বিশ্বাসকে চাপ দিয়ে আসছিলেন ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ছয়গাঁও গ্রামের জেড এ ফোয়াদ খান বাবুল। কিন্তু অর্জুন বিশ্বাস টাকা দিতে অস্বীকার করায় বাবুল তার প্রতি ক্ষিপ্ত হন। এর জের ধরে বাবুলের বড় ভাই কালাচান ২০১৫ সালের দুই ডিসেম্বর সকালে অর্জুন বিশ্বাসকে বিদ্যালয়ে যাবার পথে নৃশসংসভাবে কুপিয়ে হত্যা করে। চট্টগ্রামে স্কুলছাত্র খুনের ঘটনায় গ্রেফতার ৫ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর সরকারী কলেজিয়েট স্কুলের নবম শ্রেণীর ছাত্র আদনান ইসফার খুনের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকা-ে ব্যবহৃত ছোরা। বুধবার রাতে জেলার ফটিকছড়ি ও নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, হত্যাকারীদের ফাঁসির দাবিতে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। পুলিশ জানায়, যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে তারা হলোÑ মহিম, সাব্বির, মুনতাসির, আবদুল্লাহ আবু সাঈদ এবং আরমান। এর মধ্যে প্রথম চারজন হাজেরা তজু ডিগ্রী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং শেষোক্তজন এসএসসি পরীক্ষার্থী। মুনতাসিরকে নগরীর বাদুড়তলা এবং বাকি চারজনকে ফটিকছড়ি থেকে গ্রেফতার করা হয়। ক্রিকেট ম্যাচে জুনিয়র সিনিয়র বিরোধকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ এরইমধ্যে নিশ্চিত হয়েছে।
×