ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শীতার্তদের মধ্যে বারির শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ০৪:০১, ১৯ জানুয়ারি ২০১৮

শীতার্তদের মধ্যে বারির শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহিলা বিজ্ঞানী ও কর্মকর্তা কল্যাণ সমিতি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে। ইনস্টিটিউটের অফিসার্স ক্লাব চত্বরে বৃহস্পতিবার দরিদ্র শীতার্তদের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আমজাদ হোসেন, (পরিকল্পনা ও মূল্যায়ন) শোয়েব হাসান, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. পরিতোষ কুমার মালাকার, পরিচালক (গবেষণা) ড. মোঃ লুৎফর রহমান, গবেষণা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আ.সা.ম. মাহবুবুর রহমান খান, বারি বিজ্ঞানী সমিতির (বারিসা) সভাপতি ও সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আক্কাছ আলী, মহিলা বিজ্ঞানীদের পক্ষে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দীদার সুলতানা ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রুম্মান আরা এবং মহিলা কর্মকর্তাদের পক্ষে প্রটোকল অফিসার মাহবুবা আফরোজ চৌধুরী প্রমুখ। স্বাধীনতার পক্ষের শক্তির নিরঙ্কুশ বিজয় বাকৃবি শিক্ষক সমিতি বাকৃবি সংবাদদাতা ॥ সাতাশ বছর পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের পূর্ণ প্যানেল জয় লাভ করেছে। বুধবার বাকৃবি শিক্ষক সমিতির ২০১৮ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ১১টি পদের সব কয়টিতে বিজয়ী হয়েছে। সভাপতি পদে প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. এএস মাহফুজুল বারী এবং সাধারণ সম্পাদক পদে কৃষি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম জয় লাভ করেন। সহসভাপতি কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী শাহানারা আহমেদ, কোষাধ্যক্ষ পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আসলাম আলী এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফার্ম স্ট্রাকচার এ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. রায়হানুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
×