ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চবিতে আন্তর্জাতিক প্রতীকী জাতিসংঘ সম্মেলন শুরু

প্রকাশিত: ০৪:০০, ১৯ জানুয়ারি ২০১৮

চবিতে আন্তর্জাতিক প্রতীকী জাতিসংঘ সম্মেলন শুরু

চবি সংবাদদাতা ॥ বর্ণিল উদ্বোধনী অধিবেশনের মাধ্যমে পর্দা উঠল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশনস এ্যাসোসিয়েশন আয়োজিত চারদিন ব্যাপী ‘আন্তর্জাতিক প্রতীকী জাতিসংঘ সম্মেলন’ ২০১৮ এর। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটরিয়ামে এ সম্মেলন উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সৃজনশীল এসব কর্মের মাধ্যমে তোমাদের মাঝে নেতৃত্বের দক্ষতা তৈরি হবে। জানা যায়, চার দিনব্যাপী এই প্রতিযোগিতামলূক আয়োজনে মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর, ভারত, নেপাল ইন্দোনেশিয়া এবং বাংলাদেশের সর্বমোট ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪শ শিক্ষার্থী ও ২৯ বিচারক অংশগ্রহণ করবেন। এর মধ্যে বিদেশী অংশগ্রহণকারী শিক্ষার্থী ৩৫ জন। প্রতীকী এ সম্মেলন মোট ১০টি কমিটিতে বিভক্ত। এ কমিটিসমূহ জাতিগত ও লিঙ্গ বৈষম্যরোধ, সুশাসন নিশ্চিতকরণ ও দারিদ্র্য দূরীকরণ, আফ্রিকান সংকট নিরসন, উন্নয়নশীল দেশসমূহের জন্য টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ, উন্নয়নশীল দেশসমূহের প্রযুক্তিখাতে নারীদের অধিকমাত্রায় সম্পৃক্তকরণ, সামাজিক উন্নয়নে শরণার্থীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ, আফ্রিকান যুদ্ধবিধ্বস্ত অঞ্চলসমূহে সন্ত্রাসবাদ প্রতিহতকরণ, কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং শরণার্থী শিবিরগুলোতে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ এজেন্ডা নির্ধারণ করা হয়েছে।
×