ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কিশোরসহ দুই খুন ॥ ছাত্রসহ ২ লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:০০, ১৯ জানুয়ারি ২০১৮

কিশোরসহ দুই খুন ॥ ছাত্রসহ ২ লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ জয়পুরহাটে কিশোর ও নীলফামারীতে সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। খুলনায় কলেজছাত্র ও বরিশালে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। জয়পুরহাট কালাই উপজেলার গোপিনাথপুর আপলা পাড়া গ্রামের আলু ক্ষেত থেকে আলামিন ইসলাম সানি (১৫) নামে দরিদ্র পরিবারের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আলামিন পাশর্^বর্তী বগুড়ার শিবগঞ্জ উপজেলার চান্দিনা বালু পাড়া গ্রামের মকবুল ইসলামের ছেলে। নিহতের পারিবারিক সূত্রের উদ্ধৃতি দিয়ে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতীফ খান জানান, দরিদ্র পরিবারের কিশোর সংসারের হাল ধরতে ভ্যান চালিয়ে বাবাকে সহযোগিতা করে আসছিল। প্রতি দিনের মতো বুধবার সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তাকে অনেক খোঁজাখুঁজি করেও না পাওয়া গেলে বিকেল থেকে মাইকিং করা হয়। বৃহস্পতিবার সকালে মাঠে কাজ করতে আসা কৃষকরা আলু ক্ষেতে ওই কৃষকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। নীলফামারী জাহিদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার রাত আটটার দিকে নীলফামারী সদরের গোড়গ্রাম ইউনিয়নের বিহারীপাড়ার নিজ বাসার ঘরের তালা ভেঙ্গে পুলিশ জাহিদুল ইসলামের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার লাশের ময়না তদন্ত করা হয় জেলার মর্গে। ধারণা করা হচ্ছে পূর্ব শক্রতার জের ধরে তাকে কেউ হত্যা করেছে। সে ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে। এলাকাবাসী জানায় খুনের শিকার জাহিদুল ইসলাম এলাকার একজন সন্ত্রাসী বলে পরিচিত। সে একটি মামলায় দীর্ঘ দিন কারাগারে ছিল। গত পাঁচ মাস আগে সে এলাকায় ফিরে আসে। তবে জাহিদুলের সঙ্গে তার বাবার পরিবারের সম্পর্ক না থাকায় সে পৃথকস্থানে বাড়ি বানিয়ে বসবাস করছিল। ইতোমধ্যে তার প্রথম স্ত্রী বিচ্ছেদ ঘটিয়ে চলে যায়। সম্প্রতি সে পার্শ¦বর্তী দিনাজপুর জেলার খানসামা উপজেলার সূবর্ণখুলী গ্রামে দ্বিতীয় বিয়ে করে। ১৫ দিন আগে তার দ্বিতীয় স্ত্রী রাগারাগি করে বাবার বাড়ি চলে যায়। এরপর গত ১২ দিন ধরে জাহিদুলকে এলাকায় আর ঘুরতে দেখা যায়নি। বুধবার বিকালে জাহিদুলে বাড়ির গেটে ও ঘরে তালা লাগা অবস্থায় পচা গন্ধ বেরিয়ে এলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খুলনা খুলনায় নিখোঁজের প্রায় এক সপ্তাহ পর মিঠুন কুমার দাস (২৩) নামে এক কলেজ ছাত্রের মরদেহ ভৈরব নদ থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন রেলগেট সংলগ্ন নগরঘাটের ফেরির পন্টুনের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। মিঠুন বাগেরহাট জেলার সদর উপজেলার চুলকাঠি গ্রামের মৃত শশাঙ্ক দাসের ছেলে এবং পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের অনার্স শেষবর্ষের ছাত্র ছিলেন। গত ১২ জানুয়ারি রাত সোয়া নয়টার দিকে মিঠুন ও তার বন্ধুরা ভৈরব নদের নগরঘাট ফেরির পন্টুনে বসে গল্প করছিলেন। এ সময় হঠাৎ তিনি নদীতে পড়ে যান। তারপর থেকে নিখোঁজ ছিলেন জানা গেছে। বরিশাল নগরীর ভাটিখানা এলাকার সেকশন রোডের শরিফ মঞ্জিল নামের একটি ভাড়া বাসা থেকে জুঁই আক্তার (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর লাশের ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার দুপুরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। কাউনিয়া থানার এসআই হাবিবুর রহমান জানান, নিহত গৃহবধূ ও এক সন্তানের জননী জুঁই আক্তার ওই এলাকার শাজাহান মিয়ার গলির শেকসন রোডের শরীফ মঞ্জিলের ভাড়া বাসিন্দা জুম্মান হাসানের স্ত্রী। স্বজনদের বরাত দিয়ে এসআই আরও জানান, বুধবার রাতে গৃহবধূ জুঁই আক্তার সবার অজান্তে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। রাত ১১টার দিকে স্বজনরা তাকে উদ্ধার করে শেবচিম হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
×