ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ছয়

প্রকাশিত: ০৩:৫৯, ১৯ জানুয়ারি ২০১৮

সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ছয়

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় সিলেট ও ঈশ্বরদীতে দুইজন করে এবং চট্টগ্রাম ও সাভারে একজন করে নিহত হয়েছেন। পিরোজপুরে ট্রাক উল্টে ব্যবসায়ী আহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। সিলেট ॥ সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায় বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক ও তার সহযোগী নিহত হয়। এ ঘটনায় আরও তিন শ্রমিক আহত হয়েছেন। ঈশ্বরদী ॥ বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী-পাবনা রোডের তেঁতুলতলা মোড়ে অটোরিক্সার সঙ্গে ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দু’ব্যক্তি নিহত ও আছিরন নামের এক মহিলা আহত হয়েছেন। নিহতরা হলেন ভাড়ইমারী গ্রামের আফিলউদ্দিন প্রামাণিকের ছেলে হারিজউদ্দিন ঘরামি (৫০) ও নাটোর জেলার অজ্ঞাত অটোচালক (৩৫)। আহত আছিরনকে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দাশুড়িয়া থেকে ভাড়ইমারীগামী অটোরিক্সাকে পাবনাগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। চট্টগ্রাম ॥ নগরীর বায়েজিদ থানার শেরশাহ গেট এলাকায় বাসচাপায় এক অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে। নিহত মহিউদ্দিনের (৩০) বাড়ি ভোলা জেলার চরফ্যাশন এলাকার ভাসানচর গ্রামে। বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, একটি সিটি বাসের সঙ্গে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হলে তা দুমড়েমুচড়ে যায়। এতে গুরুতর আহত হন অটোরিক্সা চালক মহিউদ্দিন এবং নাজিম উদ্দিন নামের এক যাত্রী। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত নাজিমের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। সাভার ॥ সাভারে মিক্সিং কার খাদে পড়ে সাফিউল ইসলাম (২৫) নামের এক চালক নিহত হয়েছেন। তিনি লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার পশ্চিম মাড়াডুবি গ্রামের তমিজ উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার সকাল দশটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল থানাধীন রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, এদিন সকালে মিক্সিং কারটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। গাড়ির চালক ও তার সহকারীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে চালককে মৃত ঘোষণা করেন। পিরোজপুর ॥ ইন্দুরকানীতে মালবোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে এক ব্যবসায়ী আহত হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার শেখ ফজলুল হক মনি সেতুর দক্ষিণ প্রান্তে চাড়াখালী গ্রামের মহুরী বাড়ি নাম স্থানে ট্রাকটির সামনের চাকার স্প্রিং ভেঙ্গে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা এক ব্যবসায়ী আহত হন।
×