ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কালিহাতীতে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ০৩:৪৬, ১৯ জানুয়ারি ২০১৮

কালিহাতীতে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৮ জানুয়ারি ॥ কালিহাতীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ। পুলিশ জানান, বুধবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার সহদেবপুর খেলার মাঠ থেকে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- সিরাজগঞ্জ জেলা সদর উপজেলার দাওভাঙ্গাঁ গ্রামের সেলিম উদ্দিন আশরাফ, উল্লাপাড়া উপজেলার বড়ঘোনা গ্রামের রাসেল মাহমুদ সবুজ নয়ন, একই উপজেলার বেতকান্দি গ্রামের মেহেদী হাসান শুকুর ও রামকান্তপুর গ্রামের নূর ইসলাম, সলংগা উপজেলার মাহমুদপুর ভ্যাংরী গ্রামের রাশেদুল ইসলাম রাসেল, ঢাকার ধামরাই উপজেলার বাউটিয়া গ্রামের নাজিম উদ্দিন। কালিহাতী থানা পুলিশের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩টি ছুরি, তালা ও দরজা ভাঙ্গার কাজে ব্যবহৃত বিশেষ ধরনের তৈরি ২টি যন্ত্র, ৫টি মোবাইল, একটি মানকি টুপি, ৫টি হাফপেন্টসহ ৬ ডাকাতকে গ্রেফতার করে। কটিয়াদীতে চার ডাকাত নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ থেকে জানান, জেলার কটিয়াদীতে একটি ডাকাতির ঘটনার পর ৪৮ ঘণ্টার অভিযানে ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে-দিনাজপুরের খানসামার আলোকজুড়ি ময়নাকুড়ি গ্রামের রফিকুল ইসলাম ও বাদশা বাজার গ্রামের মনির হোসেন, নীলফামারীর ডুবাডাঙ্গার ভাবনাগঞ্জ গ্রামের আছমত আলী উরফে সাদা এবং নীলফামারীর সরকারপাড়া গ্রামের হুমায়ুন। বুধবার রাত সাড়ে ৯টা থেকে দেড়টা পর্যন্ত ঢাকার মুগদা, সবুজবাগ ও মোহাম্মদপুর এলাকায় এবং কটিয়াদীর কামারকোনা এলাকায় থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।
×