ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পিরোজপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ০৩:৪৪, ১৯ জানুয়ারি ২০১৮

পিরোজপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ১৮জানুয়ারি ॥ শহরে দীর্ঘ দিনের গড়ে ওঠা অবৈধ স্থাপনা বৃহস্পতিবার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে। শহরের বঙ্গবন্ধু চত্বর (সিও অফিস মোড়) থেকে বলেশ্বর ব্রিজ পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের সড়কের পাশে গড়ে ওঠা অন্তত সাড়ে দুই শ’ অবৈধ স্থাপনা সম্পূর্ণ উচ্ছেদ করে সওজ কর্তৃপক্ষ। অবৈধ স্থাপনার মালিকদের এ ব্যপারে মাইকিং করে তাদের দোকানপাট ও মালামাল সরিয়ে নেয়ার জন্য বারবার মাইকিং করলেও সেদিকে তারা গুরুত্ব না দেয়ায় সকালে বৃষ্টির মধ্যেই বুলডোজার দিয়ে স্থাপনা অপসারণ করা হয়। উচ্ছেদ অভিযানে খুলনা সওজের নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ সংশ্লিষ্ট বিভাগের লোকজন উপস্থিত ছিলেন। সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী এস কে আক্তার আলী জানান, অপসারিত স্থাপনার মধ্যে সিও অফিস সংলগ্ন অস্থায়ী নতুন বাজার, ফলের দোকান, ভাঙ্গারি দোকান, মুদির দোকান, হোটেল ও ওয়ার্কশপসহ বিভিন্ন দোকানপাঠ এ সময় গুঁড়িয়ে দেয়া হয়। এক শ্রেণীর চাঁদাবাজ ও হকার দীর্ঘ দিন ধরে সড়কের পাশের ফুটপাত দখল করে এসব স্থাপনা ভাড়া ও পথচারিদের যাতায়াতে প্রতিবন্ধকতা করে আসছিল।
×