ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধাকে গালিগালাজ

শরীয়তপুরে এমপিকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৩:৪৪, ১৯ জানুয়ারি ২০১৮

শরীয়তপুরে এমপিকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১৮ জানুয়ারি ॥ জাজিরায় বীর মুক্তিযোদ্ধাদের অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষায় গালি দেয়ার প্রতিবাদে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হককে দল থেকে বহিষ্কারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে জেলার মুক্তিযোদ্ধারা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে। শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের কর্তৃক আয়োজিত জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখে দুপুরে এ মানববন্ধন কর্মসূচীতে জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। এ সময় জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুর রব মুন্সী, সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার আব্দুল জলিল হাওলাদার, জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার আব্দুর রহমান খান, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, আবুল কাশেম ফকির, সামছুল হক, আবুল হোসেন মিয়া, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর প্রমুখ। জানা গেছে, গত ১৬ ডিসেম্বর জাজিরা মহর আলী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক মুক্তিযোদ্ধা আলী হোসেন খানকে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষায় (বালের মুক্তিযোদ্ধা) গালি দেয়, যা কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ভিডিও ব্যাপক ভাইরাল হয়ে পড়ে। এতে অপমানিত বোধ করেন জেলার মুক্তিযোদ্ধারা।
×