ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১৮ দিন পর খুলনার ২ পাটকলে উৎপাদন শুরু

প্রকাশিত: ০৩:৪৩, ১৯ জানুয়ারি ২০১৮

১৮ দিন পর খুলনার ২ পাটকলে উৎপাদন শুরু

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ১৮ কর্মদিবস বন্ধ থাকার পর খুলনা মহানগরীর রাষ্ট্রায়ত্ত খালিশপুর ও দৌলতপুর জুট মিলের উৎপাদন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় খালিশপুর শিল্পাঞ্চলে অবস্থিত দৌলতপুর জুট মিল ও দুপুর দুইটায় খালিশপুর জুট মিলের শ্রমিকরা কাজে যোগ দেন। জানা গেছে, দৌলতপুর জুট মিলের শ্রমিকদের বকেয়া তিন সপ্তাহের মজুরির মধ্যে দুই সপ্তাহের মজুরি পরিশোধ করা হয়েছে। আরেক সপ্তাহের মজুরি শিগগিরই পরিশোধ করার প্রতিশ্রুতি পেয়ে মিলের শ্রমিকরা বৃহস্পতিবার সকাল দশটায় কাজে যোগ দিয়েছেন। খালিশপুর জুট মিলের শ্রমিকদের বকেয়া পাঁচ সপ্তাহের মজুরির মধ্যে দুই সপ্তাহের মজুরি দেয়া হয়েছে। আগামী সপ্তাহে আরেকটি মজুরি দেয়া হবে। এই মিলের শ্রমিকরা কাজে ফিরেছেন দুপুর দুইটায়। তবে এখনও খুলনার রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, ইস্টার্ন, আলিম ও যশোরের জে জে আই জুট মিলের উৎপাদন বন্ধ রয়েছে। বকেয়া মজুরি প্রদানের দাবিতে গত ২৮ ডিসেম্বর থেকে খুলনা-যশোর অঞ্চলের রাষ্টায়ত্ত আট পাটকলের শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন। ক্রিসেন্ট জুট মিল সিবিএ’র সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বলেন, বকেয়া মজুরি পরিশোধ না করা পর্যন্ত শ্রমিকরা কাজে ফিরে যাবে না। আত্রাই-রাণীনগরে পুলিশের বিশেষ অভিযান নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৮ জানুয়ারি ॥ থানা পুলিশের বিশেষ অভিযানে গত দুই মাসে আত্রাই ও রাণীনগর থানায় জঙ্গী, সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন ঘটনায় ১৫২জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে আত্রাই থানায় সাত জঙ্গী ও পাঁচ সাজাপ্রাপ্তসহ ৭৫জন এবং রাণীনগর থানায় ৭৭জনকে গ্রেফতার করা হয়। উল্লেখিত দুই থানায় নতুন ওসি যোগদানের পর এলাকায় পুলিশী অভিযান জোড়দার করায় ওই দুই উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির বেশ উন্নতি চোখে পড়ার মতো। তবে এলাকাবাসীর দাবি এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। আত্রাই থানায় অফিসার ইনচার্জ মোবারক হোসেন ও রাণীনগর থানায় এএসএম সিদ্দিকুর রহমান যোগদানের পর থেকেই নতুন কর্মকৌশলে তারা অপরাধ দমনে এগিয়ে চলেছেন। ওই দুই উপজেলার চিহ্নিত দাগি সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা শুরু করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। বর্তমানে এক সময়ের রক্তাক্ত জনপদ খ্যাত আত্রাই ও রাণীনগর উপজেলা এখন শান্তি আর উন্নয়নের জনপদ হিসেবে পরিণত হয়েছে।
×