ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই শিক্ষার্থীকে ভেতরে রেখেই গেটে তালা ॥ কান্নার শব্দে উদ্ধার

প্রকাশিত: ০৩:৪২, ১৯ জানুয়ারি ২০১৮

দুই শিক্ষার্থীকে ভেতরে রেখেই গেটে তালা ॥ কান্নার শব্দে উদ্ধার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে স্কুল ছুটির পর তৃতীয় শ্রেণীতে পড়ুয়া কোমলমতি দুই শিক্ষার্থীকে ভেতরে রেখেই ভবনের তালাবদ্ধ করে দেয়ার ঘটনা ঘটেছে। আটকেপড়া শিক্ষার্থীর কান্না শুনে পথচারী স্থানীয় তরুণরা তাদের উদ্ধার করে আনে। উদ্ধার হওয়া শিশু দুটির নাম স্মৃতি মনি এবং মনি দে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনাটি ঘটে নগরীর কোতোয়ালি থানার বৌদ্ধ বিহার সংলগ্ন ন্যাশনাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ে দুই ছাত্রী আটকা পড়ার ঘটনাটি অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি করে। তবে শেষ পর্যন্ত উদ্ধার হওয়ায় স্বস্তি আসে দুই শিশুর পরিবারে। উদ্ধার না হলে তারা হয়ত আটকে থাকত সাপ্তাহিক ছুটি শুক্রবারেও। এ খবরে ছুটে আসেন সিটি কর্পোরেশনের জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, থানা শিক্ষা কর্মকর্তা শর্মিষ্ঠা মজুমদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুন্নেসা এবং স্থানীয় লোকজন। স্থানীয় সূত্র জানায়, সংলগ্ন সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিল শেরখান নামের এক কিশোর। বিদ্যালয়ের ভেতর থেকে অস্বাভাবিক কান্নার শব্দ শুনে তার ধারণা হলো যে, মূল ফটক বন্ধ থাকলেও ভেতরে কেউ আটকা পড়ে আছে। তারপর সে দেয়াল টপকে আরও কয়েকজনসহ ভেতরে প্রবেশ করে। এরপর ভবনের মূল ফটকের তালা ভেঙ্গে শিশু দুটিকে উদ্ধার করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বদরুন্নেসা উদ্ধার হওয়া দুই শিশুর সঙ্গে কথা বলে জানান, স্কুল ছুটির পর সকল শিশুরা যখন বাড়ি ফিরে যাচ্ছিল তখন এই দুই শিশু ফুসকা এনে একপাশে বসে খাচ্ছিল। অসতর্কতায় তাদের না দেখে আয়া কলাপসিবল গেট বন্ধ করে দেয়।
×