ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খিলগাঁওয়ের বাসা থেকে প্যারামেডিক্যাল ছাত্রের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৮:১৯, ১৮ জানুয়ারি ২০১৮

খিলগাঁওয়ের বাসা থেকে প্যারামেডিক্যাল ছাত্রের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খিলগাঁওয়ের পূর্ব গোড়ানের বাসা থেকে প্যারামেডিক্যাল ছাত্র রাকিবুল ইসলাম শান্তর (১৯) লাশ উদ্ধার এবং মোহাম্মদপুরে তিনটি হাসপাতালকে জরিমানা ও তিনজনকে বিভিন্ন মেয়াদে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সাজা প্রদান এবং একটি হাসপাতালকে তিন দিনের মধ্যে বন্ধের নির্দেশ দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার ভোরে লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায় পুলিশ। মায়ের ওপর অভিমান করে ওই ছাত্র আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। খিলগাঁও থানা পুলিশ নিহতের পরিবারের বরাত দিয়ে জানায়, রাকিবুল সাইক ইনস্টিটিউটে প্যারামেডিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। পূর্ব গোড়ানের ৪১৬/৩ নম্বর বাসায় মা সালমা বেগমের সঙ্গে থাকত। ৮/৯ বছর আগে তার মা-বাবার বিচ্ছেদ হয়। নানা কারণে মায়ের সঙ্গে মান অভিমান ও ঝগড়া হত ছেলের। মঙ্গলবার রাতেও খাওয়ার সময় মায়ের সঙ্গে ঝগড়া হয় ছেলের। রাত একটার দিকে অভিমানে নিজের ঘরের ফ্যানের সঙ্গে চাদর দিয়ে গলায় ফাঁস দেয় শান্ত। নানা অনিয়মের অভিযোগে বুধবার ঢাকার মোহাম্মদপুরের তিনটি হাসপাতালের তিনজনকে কারাদ-, জরিমানা ও হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। হাসপাতালগুলো হচ্ছে, ট্রমা স্পেশালাইজড্ হাসপাতাল লিমিটেড, মক্কা-মদিনা জেনারেল হাসপাতাল ও নিউ ওয়েলকেয়ার হাসপাতাল। এসব হাসপাতালের বিরুদ্ধে রোগীদের দালালদের মাধ্যমে সেখানে ভর্তি করা, অতিরিক্ত ফি আদায় করাসহ নানা অভিযোগ রয়েছে। র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলম জানান, সেলিম (৪৯), রনি সিকদার (২৫) ও শাহরিয়ার মতিন (৩৮) নামে তিন জনকে আটক করা হয়েছে। তাদের দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে ৫০ হাজার টাকা জরিমানা ও বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। মক্কা-মদিনা হাসপাতাল তিন দিনের মধ্যে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
×