ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংসদে সেতুমন্ত্রী

রাজধানীর যানজট নিরসনে ছোট গাড়ির নিবন্ধন বন্ধ

প্রকাশিত: ০৮:১৩, ১৮ জানুয়ারি ২০১৮

রাজধানীর যানজট নিরসনে ছোট গাড়ির নিবন্ধন বন্ধ

সংসদ রিপোর্টার ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জাতীয় সংসদে জানিয়েছেন, রাজধানীর যানজট নিরসনে ঢাকা মহানগরীতে ছোট গাড়ি (মিনিবাস, অটোরিক্সা) নিবন্ধন বন্ধ রাখা হয়েছে। আর ২০ থেকে ২৫ বছরের পুরনো যানবাহন নিষিদ্ধ করা হয়েছে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, যানজট মোকাবেলা ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে ২০ বছরের অধিক পুরনো বাস-মিনিবাস এবং ২৫ বছরের অধিক পুরনো পণ্যবাহী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এখন ছোট গাড়ির পরিবর্তে অধিক সংখ্যক বাস ও ডবল ডেকার বাসের অনুমোদন দেয়া হচ্ছে। পুরনো জরাজীর্ণ ট্যাক্সিক্যাবের পরিবর্তে মহানগরীতে আধুনিক মানসম্মত ট্যাক্সিক্যাব চালু করা হয়েছে। একই প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নগরীতে যাতায়াতের সুবিধার্থে বিআরটিএ কর্তৃক উন্নতমানের বড় বাস, আর্টিকুলেটর বাস ও দ্বিতল বাসের সংখ্যা বাড়ানো হয়েছে। বিআরটিএ ও মেট্রোরেল সার্ভিস চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ ও ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এবং জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ॥ আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম বাবুর প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, উদ্বোধনের পর অনেক দিন পার হলেও আনুষ্ঠানিকভাবে অর্থ ছাড় শুরু না হওয়ায় রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ দৃশ্যমান হয়নি। তারপরও ২০১৫ সালে আগস্ট মাসে ‘আরলি ওয়ার্ক’স হিসেবে শুরু করে এ পর্যন্ত ৮১৩টি পাইল, ৭৬টি পাইল ক্যাপ, কলাম ২৭টি সম্পূর্ণ ও ৩৯টি আংশিক এবং একটি ক্রস বিম নির্মাণ সম্পন্ন হয়েছে।
×