ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রণব মুখার্জী বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ॥ নাসিম

প্রকাশিত: ০৮:১১, ১৮ জানুয়ারি ২০১৮

প্রণব মুখার্জী বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধুপ্রতিম ব্যক্তিত্ব। ’৭১ এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের সকল দুঃসময়ে ও প্রয়োজনে তিনি এগিয়ে এসেছেন। তিনি বাংলাদেশের একজন শুভানুধ্যায়ী ও নিঃস্বার্থ বন্ধু। বাংলাদেশের মানুষের হৃদয়ের কথা অনুভব করেন তিনি। শুধু তাই নয়, ভারত ও বাংলাদেশের বন্ধুপ্রতিম সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে থাকেন। বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ভারতের সাবেক এ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। বাংলার মাটিতে এসে তিনি আরও প্রাণবন্ত হয়েছেন উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, রাষ্ট্রপতি থাকাকালীন তিনি যে সম্মান নিয়ে বাংলাদেশে এসেছিলেন আজও তিনি সেই সম্মান নিয়েই এসেছেন। বাংলার জনগণ তাকে সেই আগের মতোই সম্মান করেন। তিনি বাংলাদেশের জনগণের অতি পরিচিত মুখ এবং ভালবাসার মানুষ। মোহাম্মদ নাসিম বলেন, প্রণব মুখার্জীর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাতকার করা হয়েছে। এ সময় কোন রাজনৈতিক আলাপ আলোচনা হয়নি। বাংলাদেশ ভারতের অকৃত্রিম বন্ধু তিনি তার প্রতিটি ভাষণেই তা বলছেন। তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের এ সাক্ষাত। চিরদিন অকৃত্রিমবন্ধু হয়ে থাকবেন বাংলাদেশের মানুষের কাছে এই বাঙালীর সূর্যসন্তান । এর আগে সোনারগাঁও হোটেলে বাংলাদেশ উন্নয়ন ফোরাম আয়োজিত স্বাস্থ্য খাতের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সেমিনারে অংশগ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
×