ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত

উন্নয়নের ভূয়সী প্রশংসা করলেন প্রণব

প্রকাশিত: ০৭:৪৬, ১৮ জানুয়ারি ২০১৮

উন্নয়নের ভূয়সী প্রশংসা করলেন প্রণব

বিডিনিউজ ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন। পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসা প্রণব বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে যান। মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও ছিলেন তার সঙ্গে। বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় রাষ্ট্রপতির তিন ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, রাসেল আহমেদ তুহিন, রিয়াদ আহমেদ তুষার ও মেয়ে স্বর্ণা হামিদ উপস্থিত ছিলেন। পরে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে বৈঠক করেন হামিদ ও প্রণব। রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি ভারতের সাবেক রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে বলেন, ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এ সময় দুইজন মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন বলেও জানান প্রেস সচিব। প্রেস সচিব বলেন, প্রণব মুখার্জী বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা করেন বাংলাদেশ অদূর ভবিষ্যতে আরও অগ্রগতির পথে এগিয়ে যাবে। তিনি আরও বলেন, ভারতের রাষ্ট্রপতি হিসেবে তার প্রথম সফর ছিল বাংলাদেশ এবং অবসরের পরও প্রথম সফর বাংলাদেশ। পাঁচ দিনের ব্যক্তিগত সফরে রবিবার ঢাকা পৌঁছেন তিনি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাও উপস্থিত ছিলেন। পরে আবদুল হামিদ ভারতের সাবেক রাষ্ট্রপতি ও তার মেয়েকে বঙ্গভবনে নৈশভোজে আপ্যায়িত করান। নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অংশ নেন। এছাড়া কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পানিস¤পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমসহ মন্ত্রিসভার কয়েকজন সদস্য নৈশভোজে অংশ নেন।
×