ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুধীর বরণ মাঝি

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:১৮, ১৮ জানুয়ারি ২০১৮

অষ্টম শ্রেণির পড়াশোনা

বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রথম অধ্যায় প্রস্তুতি-৪ ॥ বহুনির্বাচনী-৩০ শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর। মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫ ১। ফরাসিরা এদেশে কত বছর বাণিজ্য করেছিল? (ক) প্রায় ৫০বছর (খ) প্রায় ৭৫বছর (গ) প্রায় ১০০বছর (ঘ) প্রায় ১৫০বছর। ২। আধুনিক শিক্ষা বিস্তারের ফলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে- (র) স্থানীয় জনগণের মধ্যে নবচেতনার স্ফুরণ ঘটে (রর) বহুকালের কুসংস্কার আরো প্রকোট হয় (ররর) বিভিন্ন কুপ্রথার বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোড়দার হয়। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, ররও ররর। নিচের অনুচ্ছেদটি পড় ৩ এবং ৪নং প্রশ্নের উত্তর দাও ঃ সতের শতকের শেষের দিকে একজন ইংরেজ গভর্নর নিজেদের অনুগত শ্রেণি তৈরির জন্য হিন্দু ও মুসলমানদের জন্য দুটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। ৩। অনুচ্ছেদে কোন শাসকের ইঙ্গিত করা হয়েছে ? (ক) উইলিয়াম হেজেজ (খ) লর্ড হার্ডিঞ্জ (গ) ওয়ারেন হেস্টিংস (ঘ) লর্ড ক্লাইভ। ৪। উক্ত শাসকের বর্ণিত কর্মকান্ডের ফলে- (র) স্থানীয় মানুষের নতুন চেতনার উদ্ভব হয় (রর) হিন্দু সমাজে কুপ্রথার বিরুদ্ধে আন্দোলন হয় (ররর) এ সময়ে ভারতবর্ষে সীমিত পরিসরে জ্ঞানচর্চা চলে। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) ররর (ঘ) র, রর ও ররর। ৫। কোন নগরীকে কেন্দ্রকে বাংলায় নবজাগরণের সৃষ্টি হয়? (ক) কলকাতা (খ) ঢাকা (গ) হায়দারাবাদ (ঘ) উত্তর প্রদেশ। ৬। কোন মোগল সুবাদার বারো ভূঁইয়াদের পরাজিত করে ঢাকা অধিকার করেন? (ক) সুবাদার শায়েস্তা খান (খ) সুবাদার ইসলাম খান (গ) সুবাদার মীর জুমলা (ঘ) সুবাদার মুনিম খান। ৭। পলাশির যুদ্ধের মাধ্যমে- (র) ঔপনিবেশিক শক্তির বিজয় (রর) ইংরেজদের শক্তি বৃদ্ধি পেতে থাকে (ররর) রাজস্ব আদায়ের ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায়। নিচের কোনটি সঠিক ক) র (খ) র ও ররর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর। ৮। তুর্কি সেনাপতি বখতিয়ার খলজি সেন বংশের কোন রাজাকে পরাজিত করেন? (ক) লক্ষণ সেন (খ) বিজয় সেন (গ) বল্লাল সেন (ঘ) সামন্ত সেন। ৯। কত সালে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করা হয়? (ক) ১৭৬১সালে (খ) ১৭৭১সালে (গ) ১৭৮১সালে (ঘ) ১৭৯১ সালে । ১০। সিরাজউদ্দৌলার মসনদে বসার পর থেকেই সন্মুখীন হন- (র) উদীয়মান ইংরেজ শক্তি ও বর্গিদের ষড়যন্ত্র (রর) ঘনিষ্ট আত্মীয়দের ষড়যন্ত্র (ররর) ভারতীয় ব্যবসায়ীদে ষড়যন্ত্র। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর। ১১। মারওয়াড়িরা মূলত কোথাকার অধিবাসী ছিলেন? (ক) নেপাল (খ) রাজপুতনা (গ) জাপান (ঘ) আফগান । ১২। ঔপনিবেশিক শাসন ব্যবস্থা রাষ্ট্রকে- (র) অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ করে (রর) পরধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে (ররর) গণতান্ত্রিক রাষ্ট্রে উন্নিত করে। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর ১৩। ব্রিটিশ শাসনামলে শিক্ষা বিস্তারের ইতিবাচক প্রভাব হলো - (র) সমাজ সংস্কারের প্রতি মানুষ আগ্রহী হয়ে ওঠে (রর) সমাজিক অনাচারের বিরুদ্ধে মানুষ সচেতন হয়ে ওঠে (ররর) শাসকদের অত্যাচারের কঠোর সমালোচনা করে। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর ১৪। ১৭৫৭ সালে উপমহাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয় - (ক) আফগানরা (খ) ইংরেজরা (গ) পর্তুগীজ (ঘ) দিনেমার। ১৫। কত খ্রিষ্টাব্দে ভাস্কো-ডা-গামা ভারতবর্ষে পৌছান? (ক) ১৩৯৮ খ্রিষ্টাব্দে (খ) ১৪৯৮ খ্রিষ্টাব্দে (গ) ১৫০০ খ্রিষ্টাব্দে (ঘ) ১৫০৭ খ্রিষ্টাব্দে। ১৬। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানের ঘটে- (র) নিরবিচ্ছিন্ন আন্দোলনের ফলে (রর) আনবিক অস্ত্রের দ্বারা যুদ্ধের মাধ্যমে (ররর) ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও ররর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর। ১৭। মোঘল স¤্রাট হুমায়ুন কত সালে উত্তর বাংলার গৌড় দখল করে রাখেন? (ক) ১৫৩৬ সালে (খ) ১৫৩৭সালে (গ) ১৫৩৮ সালে (ঘ) ১৫৩৯ সালে । ১৮। ১১৭৬ সালের ছিয়াত্তরের মন্বন্তরে কত লোকের মৃত্যু হয়? (ক) প্রায় ৭৫ হাজার (খ) প্রায় ১ কোটি (গ) প্রায় ২ কোটি (ঘ) প্রায় ৩ কোটি । ১৯। ওলন্দাজরা কোথায় স্কিল কারখানা বা ফ্যাক্টরি স্থাপন করেছিল? (ক) কাশিমবাজার (খ) চন্দননগর (গ) বিহার (ঘ) হুগলী। ২০। বাংলার বিভাজন বা বঙ্গভঙ্গ হঠাৎ করে সিদ্ধন্ত নেয়া হয়নি কারণ - (র) এর পরিকল্পনা করা হয় ১৯০৫ সালে (রর) ১৯০৩ সালে সীমানা চিহ্নিত করা হয় (ররর) লর্ড কার্জনের মাধ্যমে সিদ্ধান্ত। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর। উত্তর ঃ ১(খ), ২(গ), ৩(গ), ৪(ঘ), ৫(ক), ৬(খ), ৭(ঘ), ৮(ক), ৯(ঘ), ১০(ঘ), ১১(খ), ১২(ক), ১৩(ঘ), ১৪(খ), ১৫(খ), ১৬(খ), ১৭(গ), ১৮(খ), ১৯(ক), ২০(খ)।
×