ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এসএটিভির বিশেষ নাটক ‘হাতে রেখে হাত’

প্রকাশিত: ০৭:১৪, ১৮ জানুয়ারি ২০১৮

এসএটিভির বিশেষ নাটক ‘হাতে রেখে হাত’

সংস্কৃতি ডেস্ক ॥ এসএটিভির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল শুক্রবার রাত ৯টায় প্রচার হবে বিশেষ নাটক ‘হাতে রেখে হাত’। নাটকটি রচনার পাশাপাশি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও জাকিয়া বারী মম। ‘হাতে রেখে হাত’ নাটকের কাহিনীতে দেখা যাবে একটা প্রাইভেট কোম্পানিতে রূপক আর ইরার প্রথম দেখা হয়। দুজনই আসে ইন্টার্নশিপ করতে। প্রোজেক্টে কাজ করতে গিয়ে দুজনের ভেতর ধীরে ধীরে ভাল লাগা কাজ করে। সেই ভাল লাগা থেকে চার মাসের ইন্টার্নশিপে দুজনের প্রেম। দুজন দুজনকে অনেক ভালবাসলেও রুপকের চেয়ে ইরা কাজের প্রতি বেশি সিরিয়াস। অন্য দিকে রুপক কাজের চেয়ে ইরার প্রতি ভালবাসা প্রকাশে বেশি ব্যস্ত। প্রোজেক্ট শেষে কোম্পানি দুজনের কাজেই সন্তুষ্ট। কোম্পানিতে দুজনেরই চাকরি পার্মানেন্ট হয়। ইরাকে নতুন প্রোজেক্টের ক্রিয়েটিভ হেড করা হয়, আর রুপককে করা হয় তার সহকারী। ব্যাপারটা একটু কেমন হলেও তাদের ভালবাসার কাছে সেটা তেমন গুরুত্ব পায় না। দুজনের চাকরি জীবন চলতে থাকে, সঙ্গে প্রেম। অবস্থা ইন্টার্নশিপের সময়ের মতোই। ইরা কাজ নিয়ে ব্যস্ত, রুপক ইরাকে ভালবাসা নিয়ে। রূপকের অনেক কাজই ইরা করে দেয় বলে তার চাকরিটা টিকে আছে এখনও। এক বছর পর দুজন বিয়ে করে। তখন ব্যাপারটা অন্য সবার চোখে লাগে। এক দিকে ইরার ছয় মাস পরপর প্রোমশন হচ্ছে অন্য দিকে রূপক আগের জায়গায় পড়ে আছে। সোজা কথা বলতে গেলে ইরা এখন রূপকের বস। এটা নিয়ে অফিসে, পরিবারে একটু হাসাহাসি ও কানকথা হয়। যেটা ধীরে ধীরে দুজনের সম্পর্কে প্রভাব ফেলে। মন অভিমানের চেয়ে এখন ঝগড়াই বেশি হয়। ইরা কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় ফিরে যায়, অন্য দিকে রূপকে ক অফিসে বসে কাজ করতে হয়। রূপক ভাবে ইরা মনে হয় ইচ্ছে করে তাকে বেশি কাজ চাপিয়ে দিচ্ছে। তাদের ভেতর ক্রাইসিস চরম পর্যায়ে। এমডি স্যারের সঙ্গে ইরাকে কোন মিটিংয়ে যেতে দেখলেও রূপক সহ্য করতে পারে না। একদিন রুপক রাগের মাথায় বলে ফেলে-তুমি তো মেয়ে মানুষ, এমডি স্যারের আশপাশে ঘষাঘষি করে এই পজিশনে আসছ। মেয়ে মানুষের এই এক সুবিধা প্রচ- কষ্ট পায় ইরা। চাকরি ছেড়ে দেয়।
×