ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেন্সর ছাড়পত্র পেল ‘ভালো থেকো’

প্রকাশিত: ০৭:১৩, ১৮ জানুয়ারি ২০১৮

সেন্সর ছাড়পত্র পেল ‘ভালো থেকো’

স্টাফ রিপোর্টার ॥ জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’ চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্রের প্রযোজক জাহিদ হাসান অভি । এ প্রসঙ্গে অভি বলেন, সেন্সর বোর্ড থেকে আমরা চলচ্চিত্রটি প্রদর্শনের অনুমতি পেয়েছি। দু-একদিনের মধ্যে সেন্সর সার্টিফিকেট পেয়ে যাব। তিনি জানালেন, সিনেমাটি ভালবাসা দিবস উপলক্ষে শতাধিক হলে মুক্তি পাবে। চলচ্চিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, আমজাদ হোসেন, অরুণা বিশ্বাস, রেবেকা, এম এ শহীদ। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন আসিফ ইমরোজ। ‘ভালো থেকো’ চলচ্চিত্রটি প্রসঙ্গে পরিচালক জাকির হোসেন রাজু বলেন, সিনেমাটি প্রেমের কথা বলবে, মানবতার কথা বলবে। মৌলিক গল্পের এই ছবি চাইলে সবাই একসঙ্গে বসে উপভোগ করতে পারবেন। ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে জমকালো মহরতের মধ্য দিয়ে ‘ভালো থেকো’ চলচ্চিত্রের শূটিং শুরু হয়। চলচ্চিত্রে চারটি গান রয়েছে। লিখেছেন জাকির হোসেন রাজু, জাহিদ হাসান অভি ও প্রিয় চট্টোপাধ্যায়। এর সঙ্গীত পরিচালনা করেছেন শফিক তুহিন ও কলকাতার স্যাভি। বাংলাদেশ ছাড়াও নেপালে চলচ্চিত্রটির শূটিং হয়েছে।
×