ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিআরটিএর মোবাইল কোর্টে ৬৫ মামলা ॥ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৭:০০, ১৮ জানুয়ারি ২০১৮

বিআরটিএর মোবাইল কোর্টে ৬৫ মামলা ॥ লাখ টাকা জরিমানা

বিআরটিএ’র তিনটি ভ্রাম্যমাণ আদালত বুধবার রাজধানী ঢাকা ও ঢাকার আশপাশের এলাকায় বিভিন্ন অনিয়ম/অপরাধের অভিযোগে ৬৫টি মামলায় এক লাখ ১৬ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় এবং ৪৪টি মোটরযানের কাগজপত্র জব্দ করেছে। বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনিবুর রহমান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কলেজ গেট (আন্তর্জাতিক বাণিজ্য মেলার আশপাশে) এলাকায় ২১টি মামলায় ৪৭,৫০০ টাকা জরিমানা আদায় করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম এর নেতৃত্বে শের-ই-বাংলানগর (আন্তর্জাতিক বাণিজ্য মেলার আশপাশে) এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩২টি মামলায় ৩৫,০০০ টাকা জরিমানা আদায় এবং ৪৪টি মোটরযানের কাগজপত্র জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুর রহিম সুজন এর নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত ঢাকার মাওয়া এলাকায় অভিযান পরিচালনা করে ১২টি মামলায় ৩৪,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। -বিজ্ঞপ্তি
×