ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ পদে বদলি ও পদায়নে কমিটি

প্রকাশিত: ০৭:০০, ১৮ জানুয়ারি ২০১৮

স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ পদে বদলি ও পদায়নে কমিটি

স্টাফ রিপোর্টার ॥ শীর্ষ পদে বদলি ও পদায়নের ক্ষেত্রে আরও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রাজধানীসহ দেশের সব সরকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপকসহ বিভিন্ন শীর্ষ পদে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের মাধ্যমে সরাসরি কোন বদলি ও পদায়ন হবে না। এখন থেকে স্বাস্থ্যমন্ত্রীকে সভাপতি ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে সহ-সভাপতি করে গঠিত ছয় সদস্যের বিশেষ কমিটির মাধ্যমে সব বদলি ও পদায়ন হবে। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ অধিশাখার উপসচিব মোঃ রেজাউল আলম স্বাক্ষরিত এক আদেশপত্রে এ তথ্য জানা গেছে। ওই আদেশে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক, সিভিল সার্জন, সিনিয়র কনসালটেন্ট ও জুনিয়র কনসালটেন্ট সংক্রান্ত বদলি ও পদায়ন বিষয়ে ছয় সদস্যের কমিটি গঠিত হলো।
×