ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মন্ত্রীর দাবি

বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনার উন্নতি হয়েছে

প্রকাশিত: ০৬:৫৯, ১৮ জানুয়ারি ২০১৮

বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনার উন্নতি হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের লাগেজ ব্যবস্থাপনার উন্নতি হয়েছে বলে দাবি করেছেন নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে মন্ত্রী এ দাবি করেন। ফ্লাইট বিলম্ব ও লাগেজ পেতে দেরি হওয়ার অভিযোগ এখনো পাওয়া যাচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, আমি দায়িত্ব নেয়ার পর অনেক উন্নতি হয়েছে। আমি গত ৭ জানুয়ারি শাহজালাল বিমানবন্দরে সিভিল এভিয়েশনের সঙ্গে মিটিং করেছি। তখন সেখানে আরব আমিরাত থেকে আসা একটা ফ্লাইট দেখতে পাই। প্লেনটা কখন এসেছে জানতে চাইলে তারা জানায়, ১৫-২০ মিনিট আগে এসেছে। আমি সেখানে দাঁড়ানো অবস্থায়ই লাগেজ চলে আসে। কাজেই আমি উন্নতি দেখেছি। বিমানবন্দর থেকে মূল সড়কে আসতে অনেক সময় লাগে, তাই আলাদা কোন সড়ক করা হবে কিনা-জানতে চাইলে শাহজাহান কামাল বলেন, আমি নিজেও এ বিষয়ে চিন্তা করেছি।
×