ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দল নিবন্ধনে প্রক্রিয়াকে ঔপনিবেশিক দাবি করলেন গণদল চেয়ারম্যান

প্রকাশিত: ০৬:৫৯, ১৮ জানুয়ারি ২০১৮

দল নিবন্ধনে প্রক্রিয়াকে ঔপনিবেশিক দাবি করলেন গণদল চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচন কমিশনে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়াকে ঔপনিবেশিক পদ্ধতি দাবি করে গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী বলেছেন, কোটা প্রথার মাধ্যমে ঘুরে ফিরে নির্ধারিত কয়েকটি দলকে ক্ষমতায় আনার অগণতান্ত্রিক ব্যবস্থা বন্ধ করতে হবে। স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণের চেষ্টা কখনই ভাল ফল দেবে না। বুধবার রাজধানীর ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ গণদলের প্রথম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় পার্টির সাবেক এই ভাইস চেয়ারম্যান।
×